
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের প্রস্তুতি যাচাইয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া ইসির ১০তম সভায় সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার। সভায় কমিশনের চার সদস্য, ইসি সচিব ও সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নিচ্ছেন।
ইসি সূত্র জানায়, আজকের বৈঠকের পর যেকোনো দিন ঘোষণা হতে পারে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। পাশাপাশি নির্বাচন প্রক্রিয়া, লজিস্টিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক সমন্বয়–সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও আজ সভায় নেওয়া হতে পারে।
নিজস্ব/নিউজ টুডে 

























