
পাকিস্তানের সেনাদের সীমান্ত হামলায় অন্তত ২৩ আফগান তালেবান সৈন্য নিহত হয়েছেন। খবরটি জানিয়েছে পাক সংবাদমাধ্যম ‘দ্য নিউজ’। আহত বা নিহতদের সংখ্যা নিশ্চিত করেছে বিশ্বস্ত সূত্র।
বেলুচিস্তানের চামান সীমান্তের জামান সেক্টরে শুক্রবার মধ্যরাতের সময় আফগান সেনারা যুদ্ধবিরতি ভঙ্গ করে ছোট অস্ত্র ব্যবহার করে গোলাগুলি শুরু করে। পাকিস্তানের সেনারা তাৎক্ষণিকভাবে জবাব দেয় এবং প্রাথমিকভাবে হালকা অস্ত্র ব্যবহার করে।
প্রায় ৪৫ মিনিটের গোলাগুলির পরে পাকিস্তান ভারী অস্ত্র, কামান ও রকেট লঞ্চার ব্যবহার করে। এই হামলায় তিনটি আফগান সীমান্ত চৌকি ধ্বংস হয়ে যায়। সূত্রগুলো জানায়, সাধারণ জনগণ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে কারণে হামলায় যথাসম্ভব লক্ষ্যনির্দিষ্ট অস্ত্র ব্যবহার করা হয়েছে।
পরবর্তীতে আফগান সেনারা জনবহুল এলাকায় চলে গিয়ে আবারও গুলি চালালে পাকিস্তানও ওই এলাকায় ভারী অস্ত্র ব্যবহার করে হামলার জবাব দেয়।
নিজস্ব নিউজ/নিউজ টুডে 


























