
যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসা বাংলাদেশি নাগরিকদের শেকলবদ্ধ অবস্থায় অমানবিক আচরণের ঘটনা আলোচনায় এসেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো ফয়সাল আহমেদ বলেন, কারাগারে ৭৫ ঘণ্টা ধরে তাকে শেকল পরিয়ে রাখা হয়েছিল এবং বাথরুম ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি। বিমানবন্দরে ওঠার আগে রাতভর হাতে, গলায় ও কোমরে শেকল দিয়ে রাখা হয়েছিল। ফ্লাইটে প্রায় ২৭ থেকে ২৮ ঘণ্টা এই অবস্থায় ছিলেন তিনি।
ফয়সাল জানালেন, পাঁচ বছর আগে তিনি ভিজিট ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন, পরে বৈধ কাগজপত্র না থাকায় গ্রেপ্তার হয়ে লুইসিয়ানার কারাগারে স্থানান্তরিত হন। যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসা আরও অনেক বাংলাদেশির একই অভিজ্ঞতা রয়েছে। ব্র্যাক মাইগ্রেশন সেন্টারের তথ্য অনুযায়ী, গত সাত মাসে এভাবে ২৫০-এর বেশি বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, নথিপত্রহীন কাউকে ফেরত পাঠানো আইনসম্মত হলেও ঘন্টার পর ঘন্টা শেকল পরিয়ে রাখা অমানবিক। ফয়সাল ও অন্যান্যদের অভিজ্ঞতা থেকে বোঝা যাচ্ছে, প্রশাসনিক প্রক্রিয়া চলাকালীন মানবিক দিক বিবেচনা করা অত্যন্ত জরুরি।
বাংলাদেশের অভিবাসন বিশেষজ্ঞরা আরও বলছেন, বৈধ ভিসায় অন্য দেশে গিয়েও অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা নতুন করে দেশের শ্রমশক্তি রপ্তানির জন্য ঝুঁকিপূর্ণ। সরকারকে এ ধরনের ক্ষেত্রে নজরদারি বাড়াতে হবে এবং যারা এ প্রক্রিয়ায় জড়িত তাদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
নিজস্ব নিউজ/নিউজ টুডে 


























