
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) তাদের রাজনৈতিক কমিটি পুনর্গঠন করেছে। নতুন এই কমিটিতে মোট ২৩ জন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে তেহরিক তাহাফুজ আইন-ই-পাকিস্তান (টিটিএপি)-এর প্রতিনিধিরাও রয়েছেন।
পিটিআই মহাসচিব সালমান আকরাম রাজা ও অতিরিক্ত মহাসচিব ফিরদৌস শামিম নকভির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটিটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। শনিবার পাকিস্তানের গণমাধ্যম দ্য নিউজ এই তথ্য প্রকাশ করে।
আগের প্রায় ৪০ সদস্যের কমিটির পরিবর্তে গঠিত নতুন এই রাজনৈতিক কমিটি দলটির সর্বোচ্চ সিদ্ধান্তগ্রহণকারী সংস্থা হিসেবে কাজ করবে। পাশাপাশি দলের বিভিন্ন শাখা ও অন্যান্য কমিটির কার্যক্রম ও সিদ্ধান্ত তদারক করবে এই কমিটি।
এছাড়া জাতীয় পরিষদ, সিনেট এবং প্রাদেশিক পরিষদ—গিলগিট-বালতিস্তান ও আজাদ জম্মু ও কাশ্মীরসহ—সব সংসদীয় ফোরামে পিটিআইয়ের নীতিমালা নির্ধারণের দায়িত্বও থাকবে এই কমিটির ওপর।
কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন পিটিআই চেয়ারম্যান গওহার আলী খান, মহাসচিব সালমান আকরাম রাজা, শেখ ওয়াকাস আকরাম, খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি, ওমর আইয়ুব, শিবলি ফারাজসহ দলের শীর্ষ নেতারা।
তবে কমিটি পুনর্গঠন নিয়ে তীব্র আপত্তি তুলেছেন পিটিআইয়ের সাবেক তথ্য সম্পাদক ও প্রতিষ্ঠাতা সদস্য আকবর এস বাবর। তার দাবি, নতুন রাজনৈতিক কমিটি গঠন অসাংবিধানিক ও অবৈধ এবং পাকিস্তানের সুপ্রিম কোর্টের রায়ের স্পষ্ট লঙ্ঘন।
তিনি বলেন, বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে যে দণ্ডপ্রাপ্ত সাবেক চেয়ারম্যানের নির্দেশেই এই কমিটি গঠিত হয়েছে, যা সংবিধান পরিপন্থী। বাবরের অভিযোগ, পাকিস্তান নির্বাচন কমিশন ইতোমধ্যে জানিয়েছে—বর্তমানে পিটিআইয়ের কোনো সাংগঠনিক কাঠামোর আইনগত বৈধতা নেই।
নিজস্ব নিউজ/নিউজ টুডে 


























