
চট্টগ্রামের লোহাগাড়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি মনোনীত এক প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা আরোপ করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।
প্রশাসন সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত একটি দোয়া মাহফিলে অংশ নিতে যাচ্ছিলেন। এ সময় তার সঙ্গে একাধিক নেতাকর্মীর উপস্থিতি এবং নির্বাচন আচরণবিধি পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগ ওঠে।
পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
প্রতিনিধির নাম 























