ঢাকা ১১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর হামলা: সুদানকে সতর্ক করল জাতিসংঘ

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ওপর ভয়াবহ ড্রোন হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, শান্তিরক্ষীদের লক্ষ্য করে চালানো এ ধরনের হামলা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় গুতেরেস জানান, কাদুগ্লিতে জাতিসংঘের ঘাঁটিতে চালানো এই হামলা সম্পূর্ণ অন্যায্য। তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে জাতিসংঘের কর্মী ও বেসামরিক নাগরিকদের সুরক্ষার বিষয়ে আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা স্মরণ করিয়ে দেন এবং জবাবদিহিতার ওপর জোর দেন। নিহত শান্তিরক্ষীদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস এক বিবৃতিতে এ ঘটনাকে বৈশ্বিক শান্তি ও মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধ হিসেবে উল্লেখ করেন।

শনিবার সুদানের আবেই অঞ্চলের কাদুগ্লিতে বাংলাদেশ কন্টিনজেন্টের ঘাঁটিতে ড্রোন হামলায় নিহত হন কর্পোরাল মো. মাসুদ রানা, সৈনিক মো. মমিনুল ইসলাম, সৈনিক শামীম রেজা, সৈনিক শান্ত মণ্ডল, মেস ওয়েটার জাহাঙ্গীর আলম এবং লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া।

এ ঘটনায় সুদানের সেনা সরকার হামলার দায় আধা সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সের ওপর চাপালেও এখন পর্যন্ত সংগঠনটির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গৃহযুদ্ধে বিপর্যস্ত সুদানে এই হামলা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর হামলা: সুদানকে সতর্ক করল জাতিসংঘ

আপডেট সময় : ০৭:২২:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ওপর ভয়াবহ ড্রোন হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, শান্তিরক্ষীদের লক্ষ্য করে চালানো এ ধরনের হামলা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় গুতেরেস জানান, কাদুগ্লিতে জাতিসংঘের ঘাঁটিতে চালানো এই হামলা সম্পূর্ণ অন্যায্য। তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে জাতিসংঘের কর্মী ও বেসামরিক নাগরিকদের সুরক্ষার বিষয়ে আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা স্মরণ করিয়ে দেন এবং জবাবদিহিতার ওপর জোর দেন। নিহত শান্তিরক্ষীদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস এক বিবৃতিতে এ ঘটনাকে বৈশ্বিক শান্তি ও মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধ হিসেবে উল্লেখ করেন।

শনিবার সুদানের আবেই অঞ্চলের কাদুগ্লিতে বাংলাদেশ কন্টিনজেন্টের ঘাঁটিতে ড্রোন হামলায় নিহত হন কর্পোরাল মো. মাসুদ রানা, সৈনিক মো. মমিনুল ইসলাম, সৈনিক শামীম রেজা, সৈনিক শান্ত মণ্ডল, মেস ওয়েটার জাহাঙ্গীর আলম এবং লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া।

এ ঘটনায় সুদানের সেনা সরকার হামলার দায় আধা সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সের ওপর চাপালেও এখন পর্যন্ত সংগঠনটির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গৃহযুদ্ধে বিপর্যস্ত সুদানে এই হামলা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।