
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ বহনকারী গাড়ি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হিমাগারের উদ্দেশে যাত্রা শুরু করেছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে দাফন করা হবে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, হিমাগারে মরদেহ রাখার পর ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগে অবস্থান নেবেন।
পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে জানাজা ও দাফনের স্থান নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়। একইসঙ্গে আজকের পরিবর্তে শনিবার মিছিলসহ মরদেহ সেন্ট্রাল মসজিদে আনা হবে বলে উল্লেখ করা হয়।
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ছাত্রজনতাকে শৃঙ্খলা বজায় রেখে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে, যাতে কোনো গোষ্ঠী অনুপ্রবেশ করে সহিংস পরিস্থিতি তৈরি করতে না পারে। মরদেহ দেখার কোনো সুযোগ থাকবে না বলেও জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগে অংশ নিতে গিয়ে চলন্ত মোটরসাইকেল থেকে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিজস্ব নিউজ/নিউজ টুডে 

























