ঢাকা ০৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

ওসমান হাদিকে বিদায় দিতে কেউ আসেনি, তিনি আমাদের বুকের ভেতর আছেন: ড. মুহাম্মদ ইউনূস

শহিদ ওসমান হাদিকে কেউ বিদায় দিতে আসেনি, বরং তিনি সব বাংলাদেশির বুকের ভেতরে এবং হৃদয়ে চিরকাল অমর হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (২০ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া এভিনিউতে শহিদ ওসমান হাদির জানাজায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, “আজ লাখ লাখ মানুষ হাজির হয়েছেন। পথে ঢেউয়ের মতো লোক আসছে। এই মুহূর্তে কোটি কোটি মানুষের চোখ এখানে। প্রিয় ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসি নাই। তুমি আমাদের বুকের ভেতরে আছো। বাংলাদেশ যতদিন আছে, ততদিন তুমি সব বাংলাদেশির বুকে থাকবে।”

হাদির মন্ত্রে মাথা উঁচু করে চলবে জাতি:

ওসমান হাদি এক অনন্য ‘মন্ত্র’ দিয়ে গেছেন উল্লেখ করে ড. ইউনূস বলেন, “হাদি যে সাহসের কথা বলে গেছে, তা কোনোদিন এ দেশের মানুষ ভুলবে না। আমরা দুনিয়ার সবার সামনে মাথা উঁচু করে চলবো, কারো কাছে মাথানত করবো না—এই মন্ত্রই তুমি আমাদের দিয়ে গেছ। আমরা সেই ওয়াদা পূরণ করে যাবো।”

নির্বাচনী শিক্ষার অনুপ্রেরণা:

হাদি আগামী নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা করেছিলেন এবং তার একটি স্পষ্ট দৃষ্টিভঙ্গি ছিল। এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, “হাদি নির্বাচনে অংশ নিতে চেয়েছিল এবং নির্বাচন ও প্রচারণার একটি প্রক্রিয়ার শিক্ষা দিয়ে গেছে। আমরা সেই শিক্ষা গ্রহণ করলাম এবং তার আদর্শ মেনেই জাতির অগ্রগতির পথে চলতে থাকবো।”

হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ:

এদিকে ওসমান হাদির হত্যাকাণ্ডকে একটি ‘ভয়াবহ ঘটনা’ হিসেবে আখ্যায়িত করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (HRW)। তারা এ ঘটনার দ্রুত ও সুষ্ঠু বিচার দাবি করেছে। উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর নির্বাচনি প্রচারণার সময় দুর্বৃত্তদের গুলিতে আহত হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইনকিলাব মঞ্চের এই মুখপাত্র।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

ওসমান হাদিকে বিদায় দিতে কেউ আসেনি, তিনি আমাদের বুকের ভেতর আছেন: ড. মুহাম্মদ ইউনূস

আপডেট সময় : ০৩:৩০:১০ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

শহিদ ওসমান হাদিকে কেউ বিদায় দিতে আসেনি, বরং তিনি সব বাংলাদেশির বুকের ভেতরে এবং হৃদয়ে চিরকাল অমর হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (২০ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া এভিনিউতে শহিদ ওসমান হাদির জানাজায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, “আজ লাখ লাখ মানুষ হাজির হয়েছেন। পথে ঢেউয়ের মতো লোক আসছে। এই মুহূর্তে কোটি কোটি মানুষের চোখ এখানে। প্রিয় ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসি নাই। তুমি আমাদের বুকের ভেতরে আছো। বাংলাদেশ যতদিন আছে, ততদিন তুমি সব বাংলাদেশির বুকে থাকবে।”

হাদির মন্ত্রে মাথা উঁচু করে চলবে জাতি:

ওসমান হাদি এক অনন্য ‘মন্ত্র’ দিয়ে গেছেন উল্লেখ করে ড. ইউনূস বলেন, “হাদি যে সাহসের কথা বলে গেছে, তা কোনোদিন এ দেশের মানুষ ভুলবে না। আমরা দুনিয়ার সবার সামনে মাথা উঁচু করে চলবো, কারো কাছে মাথানত করবো না—এই মন্ত্রই তুমি আমাদের দিয়ে গেছ। আমরা সেই ওয়াদা পূরণ করে যাবো।”

নির্বাচনী শিক্ষার অনুপ্রেরণা:

হাদি আগামী নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা করেছিলেন এবং তার একটি স্পষ্ট দৃষ্টিভঙ্গি ছিল। এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, “হাদি নির্বাচনে অংশ নিতে চেয়েছিল এবং নির্বাচন ও প্রচারণার একটি প্রক্রিয়ার শিক্ষা দিয়ে গেছে। আমরা সেই শিক্ষা গ্রহণ করলাম এবং তার আদর্শ মেনেই জাতির অগ্রগতির পথে চলতে থাকবো।”

হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ:

এদিকে ওসমান হাদির হত্যাকাণ্ডকে একটি ‘ভয়াবহ ঘটনা’ হিসেবে আখ্যায়িত করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (HRW)। তারা এ ঘটনার দ্রুত ও সুষ্ঠু বিচার দাবি করেছে। উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর নির্বাচনি প্রচারণার সময় দুর্বৃত্তদের গুলিতে আহত হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইনকিলাব মঞ্চের এই মুখপাত্র।