
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন বৃদ্ধি এবং ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুনর্গঠনের প্রচেষ্টায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসরাইল।
এই পরিস্থিতিতে ইরানের ওপর নতুন করে সামরিক হামলার পরিকল্পনা নিয়ে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার প্রস্তুতি নিচ্ছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
রয়টার্স ও এনবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, ইসরাইলি কর্মকর্তারা মনে করছেন চলতি বছরের মাঝামাঝি হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও ইরান পুনরায় তাদের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক সক্ষমতা বাড়াচ্ছে। ২৯ ডিসেম্বর ফ্লোরিডার মার এ লাগোতে ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু এই ঝুঁকিগুলো তুলে ধরবেন।
তিনি ট্রাম্পকে বোঝানোর চেষ্টা করবেন যে, ইরানের এই তৎপরতা মধ্যপ্রাচ্যে শুধু ইসরাইল নয়, বরং যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্যও বড় হুমকি। এই বৈঠকে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপে যুক্তরাষ্ট্রের সরাসরি অংশগ্রহণ বা সহযোগিতার বিষয়টিও গুরুত্ব পেতে পারে।
ডেক্স নিউজ/নিউজ টুডে 


























