ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোববার (২১ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকে তিনি এই নির্দেশ দেন।

নিরাপত্তা ও সাম্প্রতিক ইস্যু: বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন এবং আসন্ন বড়দিন ও ইংরেজি নববর্ষের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা।

হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার: আইনশৃঙ্খলা বাহিনী বৈঠকে জানায়, সম্প্রতি দুটি জাতীয় দৈনিক ও সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার ঘটনায় ভিডিও ফুটেজ দেখে ৩১ জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে আজ সোমবার সকাল পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন— মো. কাশেম ফারুকি, মো. সাইদুর রহমান, রাকিব হোসেন, মো. নাইম, মো. সোহেল রানা এবং মো. শফিকুল ইসলাম।

অন্যান্য সিদ্ধান্ত: চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনারের বাসভবনের পাশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকারী ৩ জনকেও ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করার বিষয়টি বৈঠকে নিশ্চিত করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টাসহ আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা এই বৈঠকে উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নির্দেশ প্রধান উপদেষ্টার

আপডেট সময় : ১২:৩৪:২২ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোববার (২১ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকে তিনি এই নির্দেশ দেন।

নিরাপত্তা ও সাম্প্রতিক ইস্যু: বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন এবং আসন্ন বড়দিন ও ইংরেজি নববর্ষের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা।

হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার: আইনশৃঙ্খলা বাহিনী বৈঠকে জানায়, সম্প্রতি দুটি জাতীয় দৈনিক ও সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার ঘটনায় ভিডিও ফুটেজ দেখে ৩১ জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে আজ সোমবার সকাল পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন— মো. কাশেম ফারুকি, মো. সাইদুর রহমান, রাকিব হোসেন, মো. নাইম, মো. সোহেল রানা এবং মো. শফিকুল ইসলাম।

অন্যান্য সিদ্ধান্ত: চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনারের বাসভবনের পাশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকারী ৩ জনকেও ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করার বিষয়টি বৈঠকে নিশ্চিত করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টাসহ আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা এই বৈঠকে উপস্থিত ছিলেন।