
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক রায়হানা শামস ইসলাম ফেসবুকে মন্তব্য করেছেন, কোনো ছাত্রের এখতিয়ার নেই আওয়ামীপন্থী কোনো ডিনকে পদত্যাগের জন্য আলটিমেটাম দেওয়ার। তিনি স্পষ্টভাবে লিখেছেন, এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশের জন্য ক্ষতিকর।
গত বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট ও ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদ’ গ্রুপে পোস্ট দিয়ে কিছু আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের সময় বেঁধে হুঁশিয়ারি দিয়েছিলেন। এছাড়া তিনি অভিযোগ করেছেন, বিশ্ববিদ্যালয়ে আওয়ামী ফ্যাসিবাদের সমর্থক কোনো শিক্ষক-কর্মকর্তা চাকরি করলে প্রশাসনিক ভবনের সামনে তাঁদের নাম্বার প্লেট ঝুলিয়ে রাখবেন।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল বিবৃতি দিয়ে বলেন, রাকসুর জিএসের এই আচরণ সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে মিলে যায় এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশে বাধা সৃষ্টি করে। শাখা ছাত্রদলের সহদপ্তর সম্পাদক সিয়াম বিন আইয়ুব স্বাক্ষরিত বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, শিক্ষকদের সঙ্গে হুমকিমূলক আচরণ ছাত্র ও ছাত্রনেতাদের জন্য অগ্রহণযোগ্য এবং এটি বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশের পরিপন্থী।
বিবৃতিতে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ে ‘তালা ঝোলানো’ সংস্কৃতির মাধ্যমে ফ্যাসিবাদের আভাস পাওয়া যায়। অতীতে উসকানিমূলক কর্মকাণ্ডের কারণে সহ-উপাচার্যসহ এক কর্মকর্তাকে লাঞ্ছিত করার ঘটনা শিক্ষকমহলকে অপমান করেছিল, যা বিশ্ববিদ্যালয়ের জন্য এক কালো অধ্যায় হিসেবে বিবেচিত। শাখা ছাত্রদল সতর্ক করে জানায়, ভবিষ্যতে কেউ শিক্ষকদের লাঞ্ছিত করার চেষ্টা করলে তা শক্ত হাতে প্রতিহত করা হবে।
প্রতিনিধির নাম 

























