
সৌদি আরবের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘কিং আবদুলআজিজ মেডেল অব এক্সিলেন্ট ক্লাস’ পেয়েছেন পাকিস্তানের সেনা ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। পাকিস্তানের সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর) এবং দেশটির গণমাধ্যম জিও নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।
রোববার সৌদি আরবের রাজধানী রিয়াদ সফরে গিয়ে ফিল্ড মার্শাল মুনির সৌদির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুলআজিজ আল সৌদ এবং প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, ভূরাজনৈতিক চ্যালেঞ্জ এবং দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে সৌদির প্রতিরক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের সেনাপ্রধানের হাতে এই সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান তুলে দেন। সৌদির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা এসপিএ জানিয়েছে, আসিম মুনিরের এই সফর সৌদি আরব ও পাকিস্তানের মধ্যকার ঐতিহাসিক, গভীর এবং ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করেছে।
আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, এই সম্মাননা আসিম মুনিরের দীর্ঘ সামরিক জীবন, নেতৃত্বগুণ এবং দুই দেশের মধ্যে কৌশলগত সমন্বয় ও প্রতিরক্ষা সহযোগিতার স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়েছে।
সম্মাননা গ্রহণের পর সৌদি নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আসিম মুনির বলেন, সৌদি আরবের নিরাপত্তা, স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য ভাতৃপ্রতিম দেশ হিসেবে পাকিস্তান সবসময় প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।
নিজস্ব নিউজ/নিউজ টুডে 


























