
বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি মুম্বাইয়ের একটি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। মার্কিন ডিজে ডেভিড গেটার কনসার্টে অংশ নিতে যাওয়ার পথে একটি দ্রুতগামী গাড়ি তার গাড়িকে সজোরে ধাক্কা দেয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্ঘটনাকবলিত গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন।
এই দুর্ঘটনায় নোরার মাথায় গুরুতর চোট লাগে, যাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় কনকাশন বলা হয়। দুর্ঘটনার পর তাকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়। সেখানে সিটি স্ক্যানসহ প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষা করা হয়। চিকিৎসকরা জানান, নোরার শরীরে কোনো অভ্যন্তরীণ রক্তক্ষরণ বা বড় আঘাত পাওয়া যায়নি।
তবে মস্তিষ্কে প্রচণ্ড ঝাঁকুনি লাগায় চিকিৎসকরা তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। তবুও ভক্তদের নিরাশ না করতে সানবার্ন ফেস্টিভ্যালে পারফর্ম করার সিদ্ধান্তে অটল রয়েছেন নোরা ফাতেহি। এই কনসার্টে ডেভিড গেটা ও আমেরিকান গায়িকা সিয়ারার সঙ্গে তার নতুন আন্তর্জাতিক সিঙ্গেলের এক ঝলক উপস্থাপন করার কথা রয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি নোরার ক্যারিয়ার সাফল্যের শীর্ষে। প্রথম বলিউড অভিনেত্রী হিসেবে ‘দ্য জিমি ফ্যালন শো’-তে অংশ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসেন তিনি। পাশাপাশি ‘কাঞ্চনা ৪’, ‘কেডি: দ্য ডেভিল’সহ একাধিক সিনেমা ও ওয়েব সিরিজে তাকে দেখা যাবে।
নিজস্ব নিউজ/নিউজ টুডে 

























