
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানান যে, ভারতের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বর্তমানে পুরোপুরি স্বাভাবিক রয়েছে।
তবে রাজনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় ও স্বাভাবিক করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, প্রধান উপদেষ্টা নিজে ভারতের সঙ্গে রাজনৈতিক ঘনিষ্ঠতা বাড়াতে উদ্যোগ নিচ্ছেন, কারণ বাংলাদেশ কোনো প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গেই তিক্ত সম্পর্ক চায় না।
উপদেষ্টার মতে, ভারতের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি খুব বেশি খারাপ হয়েছে এমন নয়, তবুও সরকার সজাগ রয়েছে যাতে কোনোভাবেই এই সম্পর্ক অস্বাভাবিক পর্যায়ে না পৌঁছায়।
ডেক্স নিউজ/নিউজ টুডে 

























