ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

পাঁচ লাখ হিন্দু সাধু নিয়ে বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলার হুমকি বিজেপি নেতা: শুভেন্দু অধিকারীর

ভারতের বিজেপির পশ্চিমবঙ্গ শাখার সভাপতি ও বিধায়ক শুভেন্দু অধিকারী আগামী জানুয়ারিতে পাঁচ লাখ হিন্দু সাধু নিয়ে বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলার হুমকি দিয়েছেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সামনে এই হুমকি দেন তিনি। শুভেন্দু দাবি করেন, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর কথিত নির্যাতন বন্ধ না হলে তারা কঠোর আন্দোলনে যাবেন।

তিনি বলেন, “বাংলাদেশে হিন্দুদের ওপর নৃশংসতা বন্ধ না হলে গঙ্গাসাগর মেলা শেষ হওয়ার পর পাঁচ লাখ হিন্দু সাধুকে সঙ্গে নিয়ে উপ-হাইকমিশনের ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশ করা হবে।”
এর আগে গত সপ্তাহে বিজেপি ও উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলোর নেতাকর্মীরা বাংলাদেশ উপ-হাইকমিশনের সামনে বিক্ষোভ ও হামলার চেষ্টা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে এবং কড়া নিরাপত্তা জোরদার করা হয়।

উল্লেখ্য, চলতি মাসে বাংলাদেশের ময়মনসিংহের ভালুকায় দিপু দাস নামে এক যুবককে পিটিয়ে হত্যা ও পরে মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় ভারতজুড়ে প্রতিক্রিয়া দেখা দেয়। পুলিশ জানিয়েছে, এটি ব্যক্তিগত ও কর্মস্থলসংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত হত্যাকাণ্ড।
এই ঘটনাকে কেন্দ্র করে দিল্লি, কলকাতা, আগরতলা ও শিলিগুড়িতে বাংলাদেশের কূটনৈতিক মিশনে হামলার চেষ্টা হয়। পরিস্থিতির প্রেক্ষিতে বাংলাদেশ সাময়িকভাবে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা প্রদান স্থগিত করেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

পাঁচ লাখ হিন্দু সাধু নিয়ে বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলার হুমকি বিজেপি নেতা: শুভেন্দু অধিকারীর

আপডেট সময় : ০৪:৫৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

ভারতের বিজেপির পশ্চিমবঙ্গ শাখার সভাপতি ও বিধায়ক শুভেন্দু অধিকারী আগামী জানুয়ারিতে পাঁচ লাখ হিন্দু সাধু নিয়ে বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলার হুমকি দিয়েছেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সামনে এই হুমকি দেন তিনি। শুভেন্দু দাবি করেন, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর কথিত নির্যাতন বন্ধ না হলে তারা কঠোর আন্দোলনে যাবেন।

তিনি বলেন, “বাংলাদেশে হিন্দুদের ওপর নৃশংসতা বন্ধ না হলে গঙ্গাসাগর মেলা শেষ হওয়ার পর পাঁচ লাখ হিন্দু সাধুকে সঙ্গে নিয়ে উপ-হাইকমিশনের ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশ করা হবে।”
এর আগে গত সপ্তাহে বিজেপি ও উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলোর নেতাকর্মীরা বাংলাদেশ উপ-হাইকমিশনের সামনে বিক্ষোভ ও হামলার চেষ্টা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে এবং কড়া নিরাপত্তা জোরদার করা হয়।

উল্লেখ্য, চলতি মাসে বাংলাদেশের ময়মনসিংহের ভালুকায় দিপু দাস নামে এক যুবককে পিটিয়ে হত্যা ও পরে মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় ভারতজুড়ে প্রতিক্রিয়া দেখা দেয়। পুলিশ জানিয়েছে, এটি ব্যক্তিগত ও কর্মস্থলসংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত হত্যাকাণ্ড।
এই ঘটনাকে কেন্দ্র করে দিল্লি, কলকাতা, আগরতলা ও শিলিগুড়িতে বাংলাদেশের কূটনৈতিক মিশনে হামলার চেষ্টা হয়। পরিস্থিতির প্রেক্ষিতে বাংলাদেশ সাময়িকভাবে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা প্রদান স্থগিত করেছে।