ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

ভালো আছি ভালো থেকো

ভালো আছি ভালো থেকো
শামীমা নাসরীন

সখা বাঁধিও আমায় ঐ নয়নের জলে
হাসনাহেনার বুকে বিরহের ঘ্রাণে,
হারাতে মন যদি চায় অন্তহীন অভিসারে
দূর আকাশের নীলে খুঁজে নিও প্রিয়ারে।।

বাউল মন ছুঁতে চায় যদি নিসর্গের দুল
প্রণয় অভিলাষে ভাসে তিতাসের কূল,
ওষ্ঠ কার্নিশে ধরিও তুলে বাঁশরী মৃদুল
ভেজাতে মৃত্তিকার রেণু ঝরবো বিপুল।।

তুমি জলবতী বলো আর মেঘবতী বলো
জলের গানে দেখা হবে অশ্রু ছলোছলো,
অভিমানে জমাট আকাশ, মেঘ ঘন কালো
উৎকর্ষ বিলাপে আজ নিষিদ্ধ সব ভালো।।

ভিজিয়ে কাঁচা হলুদাভ ঐ লক্ষ্মী কদম
শ্যাওলা উঠোন আর বুকের বোতাম,
তোমার দু’চোখ বেয়ে ঝরবো ঝমঝম
ঘোচাবো যতো দহন চির জনম জনম।।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

ভালো আছি ভালো থেকো

আপডেট সময় : ০৯:৩৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩

ভালো আছি ভালো থেকো
শামীমা নাসরীন

সখা বাঁধিও আমায় ঐ নয়নের জলে
হাসনাহেনার বুকে বিরহের ঘ্রাণে,
হারাতে মন যদি চায় অন্তহীন অভিসারে
দূর আকাশের নীলে খুঁজে নিও প্রিয়ারে।।

বাউল মন ছুঁতে চায় যদি নিসর্গের দুল
প্রণয় অভিলাষে ভাসে তিতাসের কূল,
ওষ্ঠ কার্নিশে ধরিও তুলে বাঁশরী মৃদুল
ভেজাতে মৃত্তিকার রেণু ঝরবো বিপুল।।

তুমি জলবতী বলো আর মেঘবতী বলো
জলের গানে দেখা হবে অশ্রু ছলোছলো,
অভিমানে জমাট আকাশ, মেঘ ঘন কালো
উৎকর্ষ বিলাপে আজ নিষিদ্ধ সব ভালো।।

ভিজিয়ে কাঁচা হলুদাভ ঐ লক্ষ্মী কদম
শ্যাওলা উঠোন আর বুকের বোতাম,
তোমার দু’চোখ বেয়ে ঝরবো ঝমঝম
ঘোচাবো যতো দহন চির জনম জনম।।