
আজ সোমবার (৫ জানুয়ারি) ভোরে কেঁপে উঠেছে সিলেটসহ দেশের বিভিন্ন এলাকা। মাত্র ৩০ সেকেন্ডের ব্যবধানে পরপর দুইবার এই কম্পন অনুভূত হয়। প্রথমটি ভোর ৪টা ৪৭ মিনিট ৩৯ সেকেন্ডে এবং দ্বিতীয়টি ঠিক তার পরেই ৪টা ৪৭ মিনিট ৫২ সেকেন্ডে আঘাত হানে।
কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ আমেরিকান ভূতাত্ত্বিক অধিদপ্তরের তথ্য উল্লেখ করে জানান:
প্রথম কম্পন: ভোর ৪:৪৭:৩৯ মিনিটে, মাত্রা ছিল ৫.২।
দ্বিতীয় কম্পন: ভোর ৪:৪৭:৫২ মিনিটে, মাত্রা ছিল ৫.৪।
উৎপত্তিস্থল: ভারতের আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটির কাছে মরিগাঁও নামক স্থানে।
গভীরতা: দুটি ভূমিকম্পই ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার গভীরে উৎপন্ন হয়েছিল।
আবহাওয়া গবেষক মোস্তফা কামাল পলাশ তাঁর ফেসবুক পোস্টে এক সতর্কবার্তায় জানিয়েছেন যে, ৫.৪ মাত্রার ভূমিকম্পকে সাধারণত ‘মধ্যম মানের’ ধরা হয়। এর ফলে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে বাংলাদেশ কিংবা বাংলাদেশের উত্তর ও পূর্ব সীমান্তের যেকোনো ফল্টে আফটারশক (Aftershock) বা পরবর্তী কম্পনের প্রবল আশঙ্কা রয়েছে।
ভূমিকম্প পরবর্তী ঝুঁকি এড়াতে এই সময়ে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
ডেস্কনিউজ/নিউজটুডে 

























