ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে বেগম জিয়ার শোকবইয়ে মাওলানা ফজলুর রহমানের সই

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রভাবশালী রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলামের (এফ) সভাপতি ও দেশটির সাবেক মন্ত্রী মাওলানা ফজলুর রহমান।

সোমবার (৫ জানুয়ারি) ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশনে উপস্থিত হয়ে তিনি শোকবইয়ে স্বাক্ষর করেন। হাইকমিশনে পৌঁছালে মাওলানা ফজলুর রহমানকে স্বাগত জানান বাংলাদেশের চার্জ ডি অ্যাফেয়ার্স ও পলিটিক্যাল কাউন্সেলর ইশরাত জাহান। এ সময় তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনায় ফাতিহা পাঠ করেন এবং শোকবইয়ে শোকবার্তা লিপিবদ্ধ করেন।

জমিয়তে উলামায়ে ইসলামের (এফ) মুখপাত্র আসলাম গুরি বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া মাওলানা ফজলুর রহমান নিজেও তার ভেরিফায়েড ফেসবুক পেজে শোকবইয়ে স্বাক্ষরের ছবি প্রকাশ করেছেন।

উল্লেখ্য, মাওলানা ফজলুর রহমান গত নভেম্বরে সপ্তাহব্যাপী বাংলাদেশ সফর করেন। সেই সফরে তিনি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল এক সমাবেশে অংশ নেওয়ার পাশাপাশি বাংলাদেশের জমিয়তের অভ্যন্তরীণ বিরোধ মীমাংসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তের উভয় অংশই বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়েছে এবং সমঝোতা অনুযায়ী বিএনপি ইতোমধ্যে জমিয়ত নেতাদের পাঁচটি আসন ছেড়ে দিয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে বেগম জিয়ার শোকবইয়ে মাওলানা ফজলুর রহমানের সই

আপডেট সময় : ১২:৫৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রভাবশালী রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলামের (এফ) সভাপতি ও দেশটির সাবেক মন্ত্রী মাওলানা ফজলুর রহমান।

সোমবার (৫ জানুয়ারি) ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশনে উপস্থিত হয়ে তিনি শোকবইয়ে স্বাক্ষর করেন। হাইকমিশনে পৌঁছালে মাওলানা ফজলুর রহমানকে স্বাগত জানান বাংলাদেশের চার্জ ডি অ্যাফেয়ার্স ও পলিটিক্যাল কাউন্সেলর ইশরাত জাহান। এ সময় তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনায় ফাতিহা পাঠ করেন এবং শোকবইয়ে শোকবার্তা লিপিবদ্ধ করেন।

জমিয়তে উলামায়ে ইসলামের (এফ) মুখপাত্র আসলাম গুরি বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া মাওলানা ফজলুর রহমান নিজেও তার ভেরিফায়েড ফেসবুক পেজে শোকবইয়ে স্বাক্ষরের ছবি প্রকাশ করেছেন।

উল্লেখ্য, মাওলানা ফজলুর রহমান গত নভেম্বরে সপ্তাহব্যাপী বাংলাদেশ সফর করেন। সেই সফরে তিনি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল এক সমাবেশে অংশ নেওয়ার পাশাপাশি বাংলাদেশের জমিয়তের অভ্যন্তরীণ বিরোধ মীমাংসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তের উভয় অংশই বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়েছে এবং সমঝোতা অনুযায়ী বিএনপি ইতোমধ্যে জমিয়ত নেতাদের পাঁচটি আসন ছেড়ে দিয়েছে।