
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সরকারি স্লুইস গেইট নির্মাণকাজে চাঁদা না পেয়ে চার শ্রমিককে কুপিয়ে জখম করেছে স্থানীয় সন্ত্রাসী মোঃ সোহেল ওরফে ট্যাটু সোহেল (২৮)। এতে জখমী হয়েছেন মোজাম্মেল হক খান (৩৬), মোঃ আরিফ (২১), আঙ্গুর মিয়া (৪৪), মতিউর রহমান (৫০) নামের চারজন শ্রমিক জখম হয়।
গত সোমবার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার চাতরী ইউনিয়নের ৩নং ওয়ার্ড কেঁয়াগড় স্লুইচ গেইট এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় দুজনের নাম উল্লেখ করে স্লুইচ গেইট নির্মাণাধীন ঠিকাদার মোঃ শাহীন বাদী হয়ে আনোয়ারা থানায় অভিযোগ দায়ের করেন।
ঠিকাদার মোঃ শাহীন জানান,পানি উন্নয়ন বোর্ডের অধীনে কেয়াগড় স্লুইচ গেইট নির্মাণ কাজের মূল ঠিকাদার হইতে আমি সাব কন্ট্রাকে উক্ত ভেঙ্গে যাওয়া প্লুইচ গেইট নির্মাণের কাজ শুরু করি। ঘটনার দিনে নির্মাণাধীন স্লুইস গেট এলাকায় এসে আমাদের খোঁজেন স্থানীয় ট্যাটু সোহেল৷ আমাকে না পেয়ে বিবাদীরা উপস্থিত সবাইকে অকথ্য ভাষায় গালমন্দ সহ নির্মাণস্থলে থাকা মালামাল নির্মাণ সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে ত্রাস সৃষ্টি করে। চাঁদা না দিলে কোনভাবেই স্লুইচ গেইট নির্মাণ কাজ করতে দিবে না মর্মে হুংকার দিতে থাকে। প্রতিবাদ করায় ট্যাটু সোহেল, মোঃ হাছান ও তাহাদের সঙ্গে থাকা অজ্ঞাতনামা আরো দুইজন লোহার রড ও গাছের বাঠাম দিয়ে শ্রমিকদেরকে হত্যার উদ্দেশ্যে মারধর করে মারাত্মক জখম করে।পরে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে আনোয়ারা মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী জানান, নির্মাণাধীন স্লুইস গেটে চাঁদা না পেয়ে শ্রমিকদের মারধরের ঘটনায় সোহেল প্রকাশ ট্যাটু সোহেলসহ মহতরপাড়া এলাকার কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি।ঘটনা সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, উপজেলার চাতরী ইউনিয়নের মহতরপাড়া গ্রামের মোঃ সোহেল ওরফে ট্যাটু সোহেল একজন চিহ্নিত সন্ত্রাস। তার বিরুদ্ধে পটিয়ায় বিএনপি নেতার গাড়ি বহরে হামলা,ব্যাংক ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
মহিউদ্দিন মঞ্জুর/আনোয়ারা প্রতিনিধি 



























