
ইরানের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্রের তৈরি বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক সরঞ্জাম উদ্ধারের দাবি করেছে দেশটির গোয়েন্দা সংস্থা।
আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, এসব সরঞ্জাম ‘সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা’ গোপনে বিভিন্ন বাড়িতে মজুত করে রেখেছিল। গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা, চলমান বিক্ষোভের সুযোগ নিয়ে বড় ধরনের সহিংসতা ঘটানোর লক্ষ্যেই এসব আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ডিভাইস সংগ্রহ করা হয়েছিল।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এই অস্থিরতার পেছনে বিদেশি হস্তক্ষেপের অভিযোগ তুলে জানান, আন্দোলনকারীদের উসকানি দেওয়ার পর্যাপ্ত প্রমাণ সরকারের হাতে রয়েছে। তিনি দাবি করেন, দেশের বাইরে থেকে বিক্ষোভকারীদের দিকনির্দেশনা দেওয়ার বেশ কিছু অডিও রেকর্ডিং উদ্ধার করা হয়েছে। বর্তমান নিরাপত্তা সংকটের জন্য সরাসরি বিদেশি শক্তিকে দায়ী করে ইরান সরকার যেকোনো বহিঃআক্রমণ রুখে দেওয়ার পাল্টা হুঁশিয়ারিও দিয়েছে।
ডেক্স নিউজ/নিউজ টুডে 




























