
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী জসীম উদ্দিন আহমেদ এর বিরুদ্ধে একাধিক মামলা ও ২০২৪ সালের জুলাই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনে তাঁর প্রার্থিতা বাতিল এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম।
রোববার চট্টগ্রামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা অভিযোগ করেন যে, জসীম উদ্দিন আহমেদ বর্তমানে মোট ১১টি মামলার আসামি, যার মধ্যে জুলাই হত্যাকাণ্ড সংক্রান্ত অন্তত ৩টি মামলা সরাসরি বিচারাধীন রয়েছে। গুরুতর ফৌজদারি মামলার আসামি হওয়া সত্ত্বেও তাঁর প্রকাশ্য নির্বাচনী তৎপরতা এবং প্রচারণা নির্বাচন কমিশনের আচরণবিধি ও সুষ্ঠু নির্বাচনের নীতিমালার পরিপন্থী বলে তারা দাবি করেন।
সংবাদ সম্মেলনে ছাত্র নেতারা আরও বলেন, অভিযুক্ত প্রার্থী নিয়মিতভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সভা-সমাবেশ, ব্যানার-পোস্টার ব্যবহার এবং বিভ্রান্তিকর পরিচয়ের মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন। বিশেষ করে সম্প্রতি তাঁর পক্ষে আয়োজিত “বৈষম্যবিরোধী ৩৬ জুলাই যোদ্ধা” ব্যানারের একটি কর্মসূচিতে কোনো রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত বা গেজেটভুক্ত প্রকৃত জুলাই যোদ্ধার উপস্থিতি ছিল না বলে অভিযোগ তোলা হয়। নেতারা এই ঘটনাকে শহীদদের আত্মত্যাগকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করার শামিল এবং নির্বাচন আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে অভিহিত করেন।
এই পরিস্থিতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে চার দফা দাবি জানানো হয়। তারা এই অভিযোগসমূহের বিষয়ে তাৎক্ষণিক ও নিরপেক্ষ তদন্ত শুরু করা এবং আচরণবিধি লঙ্ঘনের দায়ে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। একইসাথে গুরুতর মামলার প্রেক্ষিতে তাঁর প্রার্থিতা বাতিল এবং চট্টগ্রাম-১৪ আসনে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব তৌহিদুল ইসলাম সাঈদ, এন্টি ফ্যাসিস্ট স্কোয়াডের মূখ্য সংগঠক সরোয়ার কামাল রুবেল, চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহ্বায়ক ইবনে হোসেন জিয়াদ, সংগঠক এহেসানুল হক লাবিব, জায়নুল আবেদীন কায়সার, জুলাই যোদ্ধা হাসনাত আবদুল্লাহ, সাজ্জাদ হোসাইন রাহাত, রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম রাব্বি, মঈনুদ্দীন, হাসিবুল হাছান সাওয়াল এবং সালমান শামীমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
নিজস্ব নিউজ/নিউজ টুডে 




























