
ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা ও ক্রমবর্ধমান নিরাপত্তা ঝুঁকির মুখে দেশটিতে অবস্থানরত নিজেদের নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে ফ্রান্স ও কানাডা। দেশ দুটির সরকার জানিয়েছে, বর্তমানে ইরানে বিদেশিদের জন্য অবস্থান করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
কানাডা সরকারের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানে চলমান গণবিক্ষোভ, আঞ্চলিক উত্তেজনা এবং যেকোনো সময় গ্রেপ্তার হওয়ার আশঙ্কা থাকায় দেশটিতে ভ্রমণ বা অবস্থান করা নিরাপদ নয়। বিবৃতিতে নাগরিকদের দ্রুত নিরাপদ উপায়ে ইরান ত্যাগের পরামর্শ দিয়ে আরও জানানো হয় যে, তেহরানে কানাডার কনস্যুলার সহায়তা প্রদানের সক্ষমতা বর্তমানে অত্যন্ত সীমিত।
অন্যদিকে, ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ও তাদের নাগরিকদের জন্য উচ্চ সতর্কবার্তা জারি করেছে। ফ্রান্স জানিয়েছে, অভ্যন্তরীণ অস্থিরতার পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের আঞ্চলিক সংঘাতের আশঙ্কায় নিরাপত্তা পরিস্থিতি চরম অস্থির হয়ে উঠেছে। ফরাসি নাগরিকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পাশাপাশি বিক্ষোভ ও জনসমাবেশ থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানের বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি এক বার্তায় বিক্ষোভকারীদের আশ্বস্ত করে বলেন, “সহায়তা আসছে।”
তবে ইরান সরকার বরাবরই এই অস্থিরতার জন্য বিদেশি শক্তির হস্তক্ষেপকে দায়ী করে আসছে। তেহরানের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উস্কানি দিয়ে শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংসতায় রূপ দিতে সশস্ত্র গোষ্ঠীগুলোকে ব্যবহার করছে।
ডেক্স নিউজ/নিউজ টুডে 




























