
থাইল্যান্ডে ভয়াবহ এক ট্রেন দুর্ঘটনায় অন্তত ২২ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও ৭৯ জন। বুধবার সকালে ব্যাংককের উত্তরে নাখন রাচাসিমা প্রদেশের বান থানন খোট এলাকায় একটি চলন্ত ট্রেনের ওপর বিশাল আকৃতির নির্মাণাধীন ক্রেন ভেঙে পড়লে এই মর্মান্তিক ঘটনা ঘটে। বিবিসি ও রয়টার্সসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে।
স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী সংস্থাগুলো জানায়, দুর্ঘটনার পর ট্রেনের বগিগুলোর ভেতর অসংখ্য যাত্রী আটকা পড়েছিলেন। উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে এখন পর্যন্ত ২২ জনের মরদেহ উদ্ধার করেছেন। আহতদের দ্রুত নিকটস্থ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
জানা গেছে, দুর্ঘটনাকবলিত ক্রেনটি লাওস সীমান্ত থেকে ব্যাংকক পর্যন্ত বিস্তৃত একটি দ্রুতগতির রেলপথ নির্মাণ প্রকল্পে ব্যবহৃত হচ্ছিল। দুর্ঘটনার সময় ট্রেনটি ব্যাংকক থেকে দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় উবন রাচাসিমার দিকে যাচ্ছিল। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বিশাল ওই ক্রেনটি সরাসরি ট্রেনের একটি বগির ওপর আছড়ে পড়লে পেছনের বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে যায়। সংঘর্ষের একপর্যায়ে বগিগুলোতে আগুন ধরে যাওয়ায় হতাহতের সংখ্যা আরও বৃদ্ধি পায়।
ডেক্স নিউজ/নিউজ টুডে 




























