
ফুটবল মাঠের লড়াই ছাপিয়ে আয়ের মঞ্চেও ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির দ্বৈরথ অব্যাহত রয়েছে, তবে ২০২৫ সালে এই লড়াইয়ে স্পষ্ট ব্যবধানে জয়ী হয়েছেন পর্তুগিজ মহাতারকা রোনালদো।
ক্রীড়াভিত্তিক ব্যবসায়িক পোর্টাল স্পোর্টিকোর তথ্য অনুযায়ী, সৌদি ক্লাব আল-নাসরের ফরোয়ার্ড রোনালদো গত এক বছরে ২৬০ মিলিয়ন ডলার আয় করে বিশ্বের সবচেয়ে বেশি আয় করা অ্যাথলেটের তালিকায় শীর্ষস্থান দখল করেছেন। এর মধ্যে তার ২০০ মিলিয়ন ডলার এসেছে ক্লাব বেতন থেকে এবং বাকি ৬০ মিলিয়ন ডলার এসেছে বিভিন্ন স্পনসরশিপ ও ব্যক্তিগত ব্যবসা থেকে। এই অর্জনের মাধ্যমে তিনি টানা তৃতীয় বছরের মতো বিশ্বের সর্বোচ্চ আয় করা ক্রীড়াবিদ হিসেবে নিজের নাম ইতিহাসের পাতায় লিখিয়েছেন।
আয়ের এই দৌড়ে দ্বিতীয় স্থানে রয়েছেন মেক্সিকান বক্সিং তারকা সাউল ‘ক্যানেলো’ আলভারেজ, যার আনুমানিক আয়ের পরিমাণ ১৩৭ মিলিয়ন ডলার। অন্যদিকে, গত এক বছরে ১৩০ মিলিয়ন ডলার আয় করে তৃতীয় স্থানে নেমে গেছেন লিওনেল মেসি।
ইন্টার মায়ামির এই তারকার আয়ের প্রায় ৭০ মিলিয়ন ডলারই এসেছে স্পনসরশিপ ও বিভিন্ন বাণিজ্যিক চুক্তি থেকে। তালিকার পরবর্তী অবস্থানে রয়েছেন বেসবল তারকা হুয়ান সোটো এবং বাস্কেটবল কিংবদন্তি লেব্রন জেমস। এছাড়া ফুটবলারদের মধ্যে সৌদি ক্লাব আল-ইত্তিহাদের করিম বেনজেমা ১১৫ মিলিয়ন ডলার আয় করে তালিকার ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছেন। শীর্ষ দশে আরও রয়েছেন স্টিফেন কারি, শোহেই ওতানি, কেভিন ডুরান্ট এবং গলফ তারকা জন রাহম।
ডেক্স নিউজ/নিউজ টুডে 



























