ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২

চন্দনাইশে জুলাই যোদ্ধা হাসনাত আবদুল্লাহর ওপর সশস্ত্র হামলা

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বদুরপাড়া এলাকায় জুলাই গণঅভ্যুত্থানে আহত হাসনাত আবদুল্লাহর ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ দল লাঠি ও চাকু নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এই ঘটনায় হাসনাতের পাশাপাশি মাঈনউদ্দীন নামের আরও এক যুবক আহত হয়েছেন। স্থানীয়দের মতে, বদুরপাড়া পাক্কাদোকান এলাকা থেকে পেট্রোল পাম্পের সামনের সড়কে এই হামলার ঘটনা ঘটে।

হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপি নেতা হাসান আলী। এক ফেসবুক পোস্টে তিনি একে ‘স্বৈরাচারের দোসরদের’ কাজ হিসেবে অভিহিত করে সকল ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। নাম প্রকাশে অনিচ্ছুক এক জুলাই যোদ্ধার দাবি, চট্টগ্রাম-১৪ আসনের বিতর্কিত প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বাতিল ও গ্রেফতারের দাবিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি দেওয়ার জের ধরেই এই প্রতিহিংসামূলক হামলা চালানো হয়েছে। উল্লেখ্য, হাসান আলী ওই আসনে এলডিপি প্রার্থী অধ্যাপক ওমর ফারুকের প্রতি সমর্থন জানিয়েছিলেন।

এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এলডিপি প্রার্থী অধ্যাপক ওমর ফারুক বলেন, জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। গণতন্ত্রের পক্ষের শক্তির ওপর হামলা নির্বাচন ও রাজনৈতিক পরিবেশকে বাধাগ্রস্ত করবে। চন্দনাইশ থানার ওসি ইলিয়াছ খান জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া না গেলেও বিষয়টি নিয়ে পুলিশি তদন্ত চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মায়ের শাড়িতে তাসনিয়া ফারিণ

চন্দনাইশে জুলাই যোদ্ধা হাসনাত আবদুল্লাহর ওপর সশস্ত্র হামলা

আপডেট সময় : ০৪:১৮:২৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বদুরপাড়া এলাকায় জুলাই গণঅভ্যুত্থানে আহত হাসনাত আবদুল্লাহর ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ দল লাঠি ও চাকু নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এই ঘটনায় হাসনাতের পাশাপাশি মাঈনউদ্দীন নামের আরও এক যুবক আহত হয়েছেন। স্থানীয়দের মতে, বদুরপাড়া পাক্কাদোকান এলাকা থেকে পেট্রোল পাম্পের সামনের সড়কে এই হামলার ঘটনা ঘটে।

হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপি নেতা হাসান আলী। এক ফেসবুক পোস্টে তিনি একে ‘স্বৈরাচারের দোসরদের’ কাজ হিসেবে অভিহিত করে সকল ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। নাম প্রকাশে অনিচ্ছুক এক জুলাই যোদ্ধার দাবি, চট্টগ্রাম-১৪ আসনের বিতর্কিত প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বাতিল ও গ্রেফতারের দাবিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি দেওয়ার জের ধরেই এই প্রতিহিংসামূলক হামলা চালানো হয়েছে। উল্লেখ্য, হাসান আলী ওই আসনে এলডিপি প্রার্থী অধ্যাপক ওমর ফারুকের প্রতি সমর্থন জানিয়েছিলেন।

এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এলডিপি প্রার্থী অধ্যাপক ওমর ফারুক বলেন, জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। গণতন্ত্রের পক্ষের শক্তির ওপর হামলা নির্বাচন ও রাজনৈতিক পরিবেশকে বাধাগ্রস্ত করবে। চন্দনাইশ থানার ওসি ইলিয়াছ খান জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া না গেলেও বিষয়টি নিয়ে পুলিশি তদন্ত চলছে।