
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পারিবারিক জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।
আহত ব্যক্তি বর্তমানে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।আহত ব্যক্তি হলেন কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের জাখালিয়া গ্রামের বাসিন্দা মোঃ আফাজ উদ্দিন (৬০)। এ ঘটনায় তাঁর ছেলে মোঃ আসিফ হোসেন কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, আফাজ উদ্দিনের পরিবার পৈত্রিক ও ক্রয়সূত্রে প্রাপ্ত প্রায় ৩৫ শতাংশ জমির মালিক। দীর্ঘদিন ধরে ওই জমি স্বজনেরা অবৈধভাবে দখল করে রেখেছে বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি বন্ধক দেওয়া আরও প্রায় ৪০ শতাংশ জমি দখলের চেষ্টা চালাচ্ছিল বিবাদীরা।
ঘটনার বিবরণে জানা যায়, গত ১৭ জানুয়ারি (শনিবার) দুপুরে বন্ধক দেওয়া জমিতে চাষাবাদ করতে গেলে বিবাদীরা বাধা দেয় এবং চাষীকে মারধরের চেষ্টা করে। এ ঘটনার জের ধরে পরদিন ১৮ জানুয়ারি (রবিবার) সকাল আনুমানিক ৮টার দিকে কালিয়াকৈরের জাখালিয়া সিংগাপুর বাজার সংলগ্ন জমিতে চাষাবাদে বাধা দেওয়ার কারণ জানতে গেলে আফাজ উদ্দিনকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়।একপর্যায়ে অভিযুক্ত হাবেজ উদ্দিন (৭০) হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে আফাজ উদ্দিনের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে অন্য অভিযুক্তরাও লাঠিসোঁটা ও কিল-ঘুষি দিয়ে তাঁকে এলোপাতাড়ি মারধর করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়দের সহায়তায় আহত আফাজ উদ্দিনকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাছির উদ্দীন বলেন,“আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কালিয়াকৈর(গাজীপুর), প্রতিনিধি:/নিউজ টুডে 


























