ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২

এলপিজি সংকট কাটাতে জিটুজি পদ্ধতিতে গ্যাস আমদানির অনুমতি

দেশে এলপিজি গ্যাসের অব্যাহত মূল্যবৃদ্ধি এবং সরবরাহ সংকট মোকাবিলায় সরাসরি আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সরকার থেকে সরকার (জিটুজি) ভিত্তিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানি করতে পারবে। রোববার (১৮ জানুয়ারি) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এই নীতিগত অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন।

জ্বালানি উপদেষ্টা জানান, বাজারে এলপিজির সরবরাহ বৃদ্ধি ও দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিপিসি চেয়ারম্যানকে ইতিমধ্যে কাজ শুরুর মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে এবং দ্রুতই আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে। জিটুজি পদ্ধতিতে আমদানি শুরু হলে বাজারে দ্রুত ভারসাম্য ফিরবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, বর্তমানে দেশের এলপিজি বাজার প্রায় পুরোপুরি বেসরকারি খাতের ওপর নির্ভরশীল। ফলে সংকটের সময়ে সরকারিভাবে হস্তক্ষেপ করার সুযোগ খুব কম থাকে। গত ১০ জানুয়ারি জ্বালানি সচিবকে পাঠানো এক চিঠিতে বিপিসি জানায়, বেসরকারি খাতের আধিপত্যের কারণে সরবরাহ ঘাটতি বা কৃত্রিম সংকট মোকাবিলায় সরকারের হাতে কার্যকর কোনো হাতিয়ার নেই। এই প্রেক্ষাপট বিবেচনা করেই বিপিসিকে এলপিজি আমদানির অনুমতি প্রদানের সিদ্ধান্ত নেয় সরকার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

অস্ত্র ও গোলাবারুদসহ টেকনাফের শীর্ষ সন্ত্রাসী শামশুলকে আটক করেছে নৌবাহিনী

এলপিজি সংকট কাটাতে জিটুজি পদ্ধতিতে গ্যাস আমদানির অনুমতি

আপডেট সময় : ১২:৫০:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬

দেশে এলপিজি গ্যাসের অব্যাহত মূল্যবৃদ্ধি এবং সরবরাহ সংকট মোকাবিলায় সরাসরি আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সরকার থেকে সরকার (জিটুজি) ভিত্তিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানি করতে পারবে। রোববার (১৮ জানুয়ারি) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এই নীতিগত অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন।

জ্বালানি উপদেষ্টা জানান, বাজারে এলপিজির সরবরাহ বৃদ্ধি ও দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিপিসি চেয়ারম্যানকে ইতিমধ্যে কাজ শুরুর মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে এবং দ্রুতই আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে। জিটুজি পদ্ধতিতে আমদানি শুরু হলে বাজারে দ্রুত ভারসাম্য ফিরবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, বর্তমানে দেশের এলপিজি বাজার প্রায় পুরোপুরি বেসরকারি খাতের ওপর নির্ভরশীল। ফলে সংকটের সময়ে সরকারিভাবে হস্তক্ষেপ করার সুযোগ খুব কম থাকে। গত ১০ জানুয়ারি জ্বালানি সচিবকে পাঠানো এক চিঠিতে বিপিসি জানায়, বেসরকারি খাতের আধিপত্যের কারণে সরবরাহ ঘাটতি বা কৃত্রিম সংকট মোকাবিলায় সরকারের হাতে কার্যকর কোনো হাতিয়ার নেই। এই প্রেক্ষাপট বিবেচনা করেই বিপিসিকে এলপিজি আমদানির অনুমতি প্রদানের সিদ্ধান্ত নেয় সরকার।