
ঢাকা মহানগর এলাকায় চিকন চাকার প্রায় ২ লাখ ৪১ হাজার ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান চলাচলের অনুমতি এবং আকিজ কোম্পানির মোটা চাকার তিন ধরনের অটোরিকশা বিক্রি বন্ধের দাবিতে অন্তর্বর্তী সরকারকে আলটিমেটাম দিয়েছেন চালকরা। সোমবার সকাল সাড়ে ৯টা থেকে বাড্ডার ফুজি টাওয়ারের সামনে রাস্তা অবরোধ করে তারা বিক্ষোভ শুরু করেন। এর ফলে কুড়িল থেকে বাড্ডা ও রামপুরাগামী সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
আন্দোলন চলাকালে চালকরা হুঁশিয়ারি দেন যে, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। তবে পরবর্তী সময়ে প্রশাসনের পক্ষ থেকে দাবি বিবেচনার আশ্বাস পাওয়ার পর দুপুর সাড়ে ১২টার দিকে তারা অবরোধ সাময়িকভাবে প্রত্যাহারের ঘোষণা দেন। আন্দোলনকারীরা জানান, পুলিশ প্রশাসন তাদের আশ্বস্ত করেছে যে চিকন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে আপাতত কোনো বাধা দেওয়া হবে না।
চালকদের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, আগামী ৩০ জানুয়ারির মধ্যে তাদের দাবিগুলো বাস্তবায়ন করতে হবে। যদি এই সময়ের মধ্যে সমাধান না আসে, তবে ১ ফেব্রুয়ারি থেকে তারা আবারও বড় ধরনের আন্দোলনে নামবেন। এদিকে অটোরিকশাচালকদের এই আন্দোলনের মধ্যেই উদ্ভূত পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
ডেস্ক নিউজ/নিউজ টুডে 






















