ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২

বেগমগঞ্জে বরকত উল্ল্যাহ বুলুর গণসংযোগে ছাত্রনেতা ফারহানের নজিরবিহীন প্রতিবাদ

নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) সংসদীয় আসনের জাতীয়তাবাদী দল (বিএনপি) সংসদ সদস্য প্রার্থী কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান বরকত উল্ল্যাহ বুলু গনসংযোগকালে এক নজিরবিহীন ও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

স্থানীয় তরুণ ছাত্রনেতা জুলাই আন্দোলনের বিপ্লবী কন্ঠস্বর বেগমগঞ্জ উপজেলার ছাত্রদলের (বহিষ্কৃত) সদস্য সচিব দাউদ-উর-রহমান ফারহানের বাসভবনে জনসংযোগে সৌজন্য সাক্ষকারে গেলে তিনি প্রতিনিধি দলে থাকা উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাসকে বাড়িতে ঢুকতে বাধা প্রদান করেন। ফারহান বেগমগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমান দিপুর বড় সন্তান। এসময় তিনি বিএনপি প্রার্থীর অতীত রাজনৈতিক ভূমিকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন।

তিনি বলেন ” নেত্রীর পরোক্ষ খুনিদের সাথে কোনো আপস নেই, ​ওয়ান-ইলেভেন, ১৭বছরের দুঃশাসন ও তারেক রহমানের নির্বাসন ” নিয়ে তিনি সাংবাদিকদের কাছে তার তীব্র ক্ষোভের ব্যাখ্যা করেন।
এসময় তিনি কেন্দ্রীয় বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকত উল্ল্যা বুলুর সমালোচনা করে বলেন, ওয়ান-ইলেভেনের কুশীলবদের ষড়যন্ত্রের কারণেই আওয়ামী সরকার দীর্ঘ ১৭ বছর ক্ষমতায় থাকার সুযোগ পেয়েছে। তাদের কারণেই আমার নেত্রী বেগম খালেদা জিয়ার ওপর অবর্ণনীয় অত্যাচার হয়েছে।

​তিনি আরও বলেন, এই ষড়যন্ত্রকারীদের কারণেই আজ আমার নেতা তারেক রহমান দীর্ঘ সময় ধরে দেশের বাইরে থাকতে বাধ্য হয়েছেন। যারা আমার নেতাকে দেশছাড়া করেছে এবং নেত্রীর ওপর অবিচার করেছে, তারা মূলত বেগম জিয়ার পরোক্ষ খুনি। তাদের সাথে কোনো আপস হতে পারে না।

এসময় বাসভবনে উপস্থিত হওয়া থানা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাসের প্রসঙ্গে আরও কঠোর অবস্থান ব্যক্ত করেন।

তিনি অভিযোগ করেন, কামাখ্যা দাসের ইন্ধনেই তাকে সুনির্দিষ্ট কারণ ছাড়াই পদ থেকে বহিষ্কার করা হয়েছে, তার বাড়িতে হামলা হয়েছে এবং একাধিক মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করা হয়েছে। ফারহান সরাসরি কামাখ্যা দাসকে উদ্দেশ্য করে বলেন, “আমার এখানে আপনার কোনো কাজ নেই, আপনি এখনই চলে যান।”

​একজন সংসদ সদস্য প্রার্থীর সামনেই তার ওয়ান-ইলেভেনের ভূমিকা এবং তারেক রহমানের দীর্ঘ সময় প্রবাসে থাকতে বাধ্য হওয়ার বিষয়টি নিয়ে ফারহানের এই সাহসী প্রতিবাদ এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

নেত্রীর প্রতি অগাধ ভালোবাসা এবং নিজের ওপর হওয়া অন্যায়ের বিরুদ্ধে ফারহানের এই অনমনীয় অবস্থান বর্তমানে পুরো বেগমগঞ্জের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানকে নেতানিয়াহুর চরম হুঁশিয়ারি: এমন জবাব দেব যা আগে কখনো দেখেননি

বেগমগঞ্জে বরকত উল্ল্যাহ বুলুর গণসংযোগে ছাত্রনেতা ফারহানের নজিরবিহীন প্রতিবাদ

আপডেট সময় : ১২:৫৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬

নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) সংসদীয় আসনের জাতীয়তাবাদী দল (বিএনপি) সংসদ সদস্য প্রার্থী কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান বরকত উল্ল্যাহ বুলু গনসংযোগকালে এক নজিরবিহীন ও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

স্থানীয় তরুণ ছাত্রনেতা জুলাই আন্দোলনের বিপ্লবী কন্ঠস্বর বেগমগঞ্জ উপজেলার ছাত্রদলের (বহিষ্কৃত) সদস্য সচিব দাউদ-উর-রহমান ফারহানের বাসভবনে জনসংযোগে সৌজন্য সাক্ষকারে গেলে তিনি প্রতিনিধি দলে থাকা উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাসকে বাড়িতে ঢুকতে বাধা প্রদান করেন। ফারহান বেগমগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমান দিপুর বড় সন্তান। এসময় তিনি বিএনপি প্রার্থীর অতীত রাজনৈতিক ভূমিকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন।

তিনি বলেন ” নেত্রীর পরোক্ষ খুনিদের সাথে কোনো আপস নেই, ​ওয়ান-ইলেভেন, ১৭বছরের দুঃশাসন ও তারেক রহমানের নির্বাসন ” নিয়ে তিনি সাংবাদিকদের কাছে তার তীব্র ক্ষোভের ব্যাখ্যা করেন।
এসময় তিনি কেন্দ্রীয় বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকত উল্ল্যা বুলুর সমালোচনা করে বলেন, ওয়ান-ইলেভেনের কুশীলবদের ষড়যন্ত্রের কারণেই আওয়ামী সরকার দীর্ঘ ১৭ বছর ক্ষমতায় থাকার সুযোগ পেয়েছে। তাদের কারণেই আমার নেত্রী বেগম খালেদা জিয়ার ওপর অবর্ণনীয় অত্যাচার হয়েছে।

​তিনি আরও বলেন, এই ষড়যন্ত্রকারীদের কারণেই আজ আমার নেতা তারেক রহমান দীর্ঘ সময় ধরে দেশের বাইরে থাকতে বাধ্য হয়েছেন। যারা আমার নেতাকে দেশছাড়া করেছে এবং নেত্রীর ওপর অবিচার করেছে, তারা মূলত বেগম জিয়ার পরোক্ষ খুনি। তাদের সাথে কোনো আপস হতে পারে না।

এসময় বাসভবনে উপস্থিত হওয়া থানা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাসের প্রসঙ্গে আরও কঠোর অবস্থান ব্যক্ত করেন।

তিনি অভিযোগ করেন, কামাখ্যা দাসের ইন্ধনেই তাকে সুনির্দিষ্ট কারণ ছাড়াই পদ থেকে বহিষ্কার করা হয়েছে, তার বাড়িতে হামলা হয়েছে এবং একাধিক মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করা হয়েছে। ফারহান সরাসরি কামাখ্যা দাসকে উদ্দেশ্য করে বলেন, “আমার এখানে আপনার কোনো কাজ নেই, আপনি এখনই চলে যান।”

​একজন সংসদ সদস্য প্রার্থীর সামনেই তার ওয়ান-ইলেভেনের ভূমিকা এবং তারেক রহমানের দীর্ঘ সময় প্রবাসে থাকতে বাধ্য হওয়ার বিষয়টি নিয়ে ফারহানের এই সাহসী প্রতিবাদ এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

নেত্রীর প্রতি অগাধ ভালোবাসা এবং নিজের ওপর হওয়া অন্যায়ের বিরুদ্ধে ফারহানের এই অনমনীয় অবস্থান বর্তমানে পুরো বেগমগঞ্জের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু।