
ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন মঙ্গলবার দুপুরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
দুপুর ১২টায় বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠককালে তাঁরা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এছাড়া দুই দেশের সহযোগিতার ক্ষেত্রগুলো ভবিষ্যতে আরও কীভাবে সম্প্রসারিত করা যায়, সে বিষয়েও বিস্তারিত কথা হয়।
সাক্ষাৎকালে বিএনপি চেয়ারম্যানের সঙ্গে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব ও ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির, প্রেস সচিব সালেহ শিবলী, উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. মাহাদী আমিন এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক।
ডেক্স নিউজ/নিউজ টুডে 























