
কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহ্যাম ও ভিক্টোরিয়া বেকহ্যামের পারিবারিক কলহ এবার প্রকাশ্যে নিয়ে এলেন তাদের বড় ছেলে ব্রুকলিন বেকহ্যাম।
মা-বাবার সঙ্গে দীর্ঘদিনের তিক্ত সম্পর্কের কারণ খোলাসা করে তিনি জানান, বেকহ্যাম দম্পতি ব্যক্তিগত আবেগের চেয়ে সামাজিক মাধ্যম ও প্রচারণাকেই বেশি গুরুত্ব দেন। ব্রুকলিন সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পরিবারকে ব্লক করে দিয়েছেন এবং দাবি করেছেন যে, মা-বাবার থেকে দূরে গিয়েই তিনি বর্তমানে মানসিকভাবে শান্তিতে আছেন।
২০২২ সালে নিকোলা পেলটজের সঙ্গে ব্রুকলিনের বিয়ের সময় থেকেই এই বিরোধের সূত্রপাত। ব্রুকলিনের অভিযোগ, তার মা ভিক্টোরিয়া ইচ্ছা করেই শেষ মুহূর্তে নিকোলার বিয়ের পোশাক তৈরিতে বাধা দিয়েছিলেন। শুধু তাই নয়, বিয়ের অনুষ্ঠানে ৫০০ অতিথির সামনে ব্রুকলিনের সঙ্গে ‘অনুপযুক্তভাবে’ নেচে তার ব্যক্তিগত মুহূর্ত নষ্ট করেন এবং তাকে লজ্জিত করেন।
গত বছর ডেভিড বেকহ্যামের ৫০তম জন্মদিন ও নাইটহুড উদযাপনের পার্টিতে এই দূরত্ব আরও চূড়ান্ত রূপ নেয়। ব্রুকলিন জানান, তিনি ও নিকোলা লন্ডনে গেলেও এক সপ্তাহ হোটেলে অপেক্ষা করতে হয়েছে, কারণ বেকহ্যাম দম্পতি তাদের সঙ্গে দেখা করেননি। পরবর্তীতে ডেভিড দেখা করার শর্ত দেন যে, নিকোলাকে সঙ্গে আনা যাবে না। স্ত্রীর প্রতি এমন অবমাননা সহ্য করতে না পেরেই পরিবারের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেন ব্রুকলিন। এই গুরুতর অভিযোগের বিষয়ে বেকহ্যাম দম্পতি এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি।
ডেক্স নিউজ/নিউজ টুডে 



























