
চট্টগ্রামের চকবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে ‘মিষ্টিমুখ সুইটস’ কারখানাকে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) চটেশ্বরী রোডে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হক’র নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানকালে কারখানাটিতে ক্ষতিকর পরিবেশে অনিবন্ধিত উপায়ে খাদ্য উৎপাদন, পচা-বাসি ও মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ এবং মোড়কীকরণে অসম্পূর্ণ লেবেলিং পাওয়া যায়। নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী এসব অপরাধে মালিকপক্ষকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, সিটি করপোরেশন এবং চকবাজার থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম চলবে বলে জানানো হয়েছে।
নিজস্ব নিউজ/নিউজ টুডে 























