
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জনপ্রিয় চিকিৎসক ডা. তাসনিম জারা। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তিনি তার নির্বাচনী প্রতীক হিসেবে ‘ফুটবল’ সংগ্রহ করেন।
প্রতীক পাওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করে ডা. তাসনিম জারা জানান, খিলগাঁও, সবুজবাগ ও মুগদা এলাকার সাধারণ মানুষের দীর্ঘদিনের জিজ্ঞাসার অবসান হলো আজ। এলাকাবাসীর বিপুল সমর্থনের কথা উল্লেখ করে তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার রাজনীতির লক্ষ্য নিয়ে আগামীকাল থেকেই তার নির্বাচনী প্রচারণা শুরু হবে। একই সাথে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজেও সমর্থকদের ‘ফুটবল’ প্রতীক পাওয়ার খবরটি নিশ্চিত করেন এবং সবার দোয়া ও শুভকামনা প্রত্যাশা করেন।
ডেস্ক নিউজ/নিউজ টুডে 























