
রতের সাবেক ক্রিকেটার অতুল ওয়াসন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বাংলাদেশ ও আইসিসির মধ্যকার চলমান দ্বন্দ্বের বিষয়ে সরাসরি আইসিসির পক্ষ নিয়ে কঠোর সমালোচনা করেছেন।
তিনি মনে করেন, একটি নির্দিষ্ট দেশের দাবির কারণে বিশাল এই টুর্নামেন্টের সূচি বা প্রস্তুতিতে বিঘ্ন ঘটানো কোনোভাবেই ঠিক নয় এবং আইসিসির বর্তমান অবস্থান অত্যন্ত সঠিক। অতুল ওয়াসন ইঙ্গিত দিয়েছেন যে, আইপিএলে মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার ঘটনার ক্ষোভ থেকেই মূলত বিসিবি এমন অনড় অবস্থান নিচ্ছে, যা একটি ঘরোয়া লিগের বিষয়ের সাথে আন্তর্জাতিক টুর্নামেন্টকে গুলিয়ে ফেলার শামিল। তিনি আরও বিতর্কিত মন্তব্য করে বলেন যে, বাংলাদেশ বিশ্বকাপ না খেললেও প্রতিযোগিতার মানে কোনো প্রভাব পড়বে না, কারণ তাদের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
অন্যদিকে আইসিসি তাদের বোর্ড সভায় চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে যে, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ নির্ধারিত সূচি অনুযায়ী ভারতেই অনুষ্ঠিত হবে। বিসিবি তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ করলেও আইসিসি তা প্রত্যাখ্যান করেছে। আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে যে, বিভিন্ন নিরাপত্তা সংস্থার মূল্যায়ন অনুযায়ী ভারতে কোনো বিশ্বাসযোগ্য নিরাপত্তা ঝুঁকি নেই, তাই এই মুহূর্তে ভেন্যু বা সূচি পরিবর্তনের কোনো সুযোগ নেই।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হওয়ার কথা। এরপর একই ভেন্যুতে ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে খেলার পর গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে লড়তে লিটন দাসের দলের মুম্বাই যাওয়ার কথা রয়েছে। বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে আইসিসির এই কড়া অবস্থান এবং ভারতের সাবেক ক্রিকেটারের এমন মন্তব্য ক্রিকেট বিশ্বে নতুন করে রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনার জন্ম দিয়েছে।
ডেস্ক নিউজ/নিউজ টুডে 



























