ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ: পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা আবারও ব্যাপক সংঘর্ষে জড়িয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শুরু হওয়া এই সংঘর্ষের জেরে সায়েন্সল্যাব ও মিরপুর রোডের নিউমার্কেট অংশে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে, যার ফলে পুরো এলাকায় চরম উত্তেজনা ও জনভোগান্তি সৃষ্টি হয়।

ঢাকা কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, গত দুই দিনে তাদের সাতজন সহপাঠী আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের হামলার শিকার হয়েছেন। এমনকি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা চাইনিজ কুড়াল নিয়ে তাদের ওপর ‘সন্ত্রাসী হামলা’ চালিয়েছে বলেও তারা দাবি করেন। এই ঘটনার প্রতিবাদে আজ সকালে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজের দিকে অগ্রসর হতে চাইলে পুলিশি বাধার মুখে পড়ে এবং সংঘর্ষ শুরু হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঢাকা কলেজ ক্যাম্পাসের ভেতরে দুই রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে, যার ফলে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। সংঘর্ষ চলাকালীন শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং পুলিশও পাল্টা ব্যবস্থা গ্রহণ করে। ঢাকা মহানগর পুলিশের ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান জানিয়েছেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে মিরপুর থেকে নিউমার্কেট পর্যন্ত সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

র‍্যাব সদস্য মোতালেব হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ: পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

আপডেট সময় : ০২:২৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা আবারও ব্যাপক সংঘর্ষে জড়িয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শুরু হওয়া এই সংঘর্ষের জেরে সায়েন্সল্যাব ও মিরপুর রোডের নিউমার্কেট অংশে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে, যার ফলে পুরো এলাকায় চরম উত্তেজনা ও জনভোগান্তি সৃষ্টি হয়।

ঢাকা কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, গত দুই দিনে তাদের সাতজন সহপাঠী আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের হামলার শিকার হয়েছেন। এমনকি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা চাইনিজ কুড়াল নিয়ে তাদের ওপর ‘সন্ত্রাসী হামলা’ চালিয়েছে বলেও তারা দাবি করেন। এই ঘটনার প্রতিবাদে আজ সকালে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজের দিকে অগ্রসর হতে চাইলে পুলিশি বাধার মুখে পড়ে এবং সংঘর্ষ শুরু হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঢাকা কলেজ ক্যাম্পাসের ভেতরে দুই রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে, যার ফলে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। সংঘর্ষ চলাকালীন শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং পুলিশও পাল্টা ব্যবস্থা গ্রহণ করে। ঢাকা মহানগর পুলিশের ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান জানিয়েছেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে মিরপুর থেকে নিউমার্কেট পর্যন্ত সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।