
ঢাকায় শীতের অনুভূতি কিছুটা বেড়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকালের তুলনায় আজ রাজধানীর তাপমাত্রা ১ ডিগ্রির বেশি কমেছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ সকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৩ শতাংশ এবং দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
সারাদেশের আগামী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ডেস্ক নিউজ/নিউজ টুডে 






















