ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

সিএনজিতে ফেলে যাওয়া ৮ ভরি স্বর্ণ ও প্রায় ৫০ হাজার টাকা অক্ষত উদ্ধার

চট্টগ্রাম নগরীতে সিএনজি অটোরিকশায় ফেলে যাওয়া ৮ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৪৮ হাজার ৯০০ টাকা অক্ষত উদ্ধার করেছে পুলিশ। কোতোয়ালী থানা পুলিশের এই দ্রুত পদক্ষেপ ইতোমধ্যে জনমনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৬টা ১০ মিনিটে। জানা যায়, বাকলিয়ার কল্পলোক আবাসিক এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম (৩৯) স্ত্রী ও সন্তানদের নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে সিএনজিতে রওনা দেন। চট্টগ্রাম পুরাতন রেলস্টেশন সংলগ্ন গ্রামীণমাঠ এলাকায় পৌঁছানোর পর ভাড়া মিটিয়ে নামতে গিয়ে অসাবধানতাবশত স্ত্রী’র স্বর্ণালঙ্কার ও নগদ টাকা রাখা ব্যাগটি সিএনজিতেই থেকে যায়।

ব্যাগ খুঁজে না পেয়ে হতাশ সাইফুল ইসলাম কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পরপরই থানার ওসি মোহাম্মদ আবদুল করিম বিশেষ টিম গঠন করেন। ইন্সপেক্টর (অপারেশন) মীর মোহাম্মদ সেলিমের নেতৃত্বে উপ-পরিদর্শক বাহার মিয়া ও তারেকুল ইসলামের সমন্বয়ে গঠিত টিম সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সিএনজির নম্বর (চট্ট-মেট্রো-থ ১২-৫২৩৪) শনাক্ত করে।

পরবর্তীতে প্রযুক্তি ও গোপন সূত্রের সহায়তায় চালককে বাকলিয়ার বাদিয়ারটেক এলাকা থেকে আটক করা হয়। তার দেখানো মতে ব্যাগসহ ৮ ভরি স্বর্ণ ও নগদ টাকা অক্ষত উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় চালক ও সিএনজির মালিককে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে পুলিশ।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ আবদুল করিম বলেন, “অভিযোগ হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ শুরু করি। সিসিটিভি ও গোয়েন্দা তথ্য ব্যবহার করেই খুব অল্প সময়ে ফেলে যাওয়া মূল্যবান জিনিসপত্র উদ্ধার সম্ভব হয়েছে।”

চট্টগ্রাম মহানগর পুলিশ সূত্র জানিয়েছে, যাত্রীদের ভুলে ফেলে যাওয়া মালামাল উদ্ধারে পুলিশের এ ধরনের দ্রুত পদক্ষেপ জনসাধারণের মধ্যে আস্থা ও নিরাপত্তাবোধ বাড়িয়ে তুলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে ভুল রক্ত পুশে সিজারের রোগীর মৃত্যু

সিএনজিতে ফেলে যাওয়া ৮ ভরি স্বর্ণ ও প্রায় ৫০ হাজার টাকা অক্ষত উদ্ধার

আপডেট সময় : ০৭:৩৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

চট্টগ্রাম নগরীতে সিএনজি অটোরিকশায় ফেলে যাওয়া ৮ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৪৮ হাজার ৯০০ টাকা অক্ষত উদ্ধার করেছে পুলিশ। কোতোয়ালী থানা পুলিশের এই দ্রুত পদক্ষেপ ইতোমধ্যে জনমনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৬টা ১০ মিনিটে। জানা যায়, বাকলিয়ার কল্পলোক আবাসিক এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম (৩৯) স্ত্রী ও সন্তানদের নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে সিএনজিতে রওনা দেন। চট্টগ্রাম পুরাতন রেলস্টেশন সংলগ্ন গ্রামীণমাঠ এলাকায় পৌঁছানোর পর ভাড়া মিটিয়ে নামতে গিয়ে অসাবধানতাবশত স্ত্রী’র স্বর্ণালঙ্কার ও নগদ টাকা রাখা ব্যাগটি সিএনজিতেই থেকে যায়।

ব্যাগ খুঁজে না পেয়ে হতাশ সাইফুল ইসলাম কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পরপরই থানার ওসি মোহাম্মদ আবদুল করিম বিশেষ টিম গঠন করেন। ইন্সপেক্টর (অপারেশন) মীর মোহাম্মদ সেলিমের নেতৃত্বে উপ-পরিদর্শক বাহার মিয়া ও তারেকুল ইসলামের সমন্বয়ে গঠিত টিম সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সিএনজির নম্বর (চট্ট-মেট্রো-থ ১২-৫২৩৪) শনাক্ত করে।

পরবর্তীতে প্রযুক্তি ও গোপন সূত্রের সহায়তায় চালককে বাকলিয়ার বাদিয়ারটেক এলাকা থেকে আটক করা হয়। তার দেখানো মতে ব্যাগসহ ৮ ভরি স্বর্ণ ও নগদ টাকা অক্ষত উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় চালক ও সিএনজির মালিককে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে পুলিশ।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ আবদুল করিম বলেন, “অভিযোগ হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ শুরু করি। সিসিটিভি ও গোয়েন্দা তথ্য ব্যবহার করেই খুব অল্প সময়ে ফেলে যাওয়া মূল্যবান জিনিসপত্র উদ্ধার সম্ভব হয়েছে।”

চট্টগ্রাম মহানগর পুলিশ সূত্র জানিয়েছে, যাত্রীদের ভুলে ফেলে যাওয়া মালামাল উদ্ধারে পুলিশের এ ধরনের দ্রুত পদক্ষেপ জনসাধারণের মধ্যে আস্থা ও নিরাপত্তাবোধ বাড়িয়ে তুলছে।