
চট্টগ্রামের পাহাড়তলীতে রেলওয়ে পূর্বাঞ্চলের ডিইএন ১ কার্যালয়ে এক চাঞ্চল্যকর দরপত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে কর্মকর্তার সামনেই। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টা ১৫ মিনিটে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নূর ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান দরপত্র জমা দিতে গেলে, টেন্ডার বক্সে ফরম ফেলার মুহূর্তেই তা ছিনিয়ে নেওয়া হয় এক ব্যক্তির দ্বারা যিনি রেলওয়ের চাকরিচ্যুত কর্মচারী মাহাবুব বলে অভিযোগ রয়েছে।
রেলওয়ের এক্সইএন (ভারপ্রাপ্ত) পিএনডি আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনাটি সত্য, এ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।” তবে ঘটনার আড়াই ঘণ্টা পার হলেও কোনো আনুষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রতিষ্ঠান।
রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ ইঞ্জিনিয়ার তানভীরুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে শুনেছি। আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হবে, বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
সূত্র জানায়, চট্টগ্রাম রেলস্টেশনে পাবলিক টয়লেট পরিচালনার জন্য দরপত্র আহ্বান করা হয়েছিল। সোমবার (২৯ সেপ্টেম্বর) ছিল দরপত্র কেনার শেষ দিন, যেখানে মোট ৯টি সিডিউল বিক্রি হয়। অভিযোগ রয়েছে, নূর ট্রেডার্সকে দরপত্র জমা না দিতে আগেই হুমকি দেওয়া হয়েছিল।
এ ঘটনায় রেল কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা এবং নিরাপত্তা ঘাটতি নিয়ে প্রশ্ন তুলছেন সংশ্লিষ্টরা।