ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২

র‍্যাব সদস্য মোতালেব হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযান চলাকালে র‍্যাব সদস্য ডিএডি মোতালেব হোসেন ভূঁইয়াকে পিটিয়ে হত্যা মামলার দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

গত ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের ধরতে গিয়ে দুষ্কৃতিকারীদের অতর্কিত হামলার শিকার হন র‍্যাব সদস্যরা। মাইকে ঘোষণা দিয়ে প্রায় ৪০০ থেকে ৫০০ জন মিলে র‍্যাবের ওপর হামলা চালালে চারজন সদস্য গুরুতর আহত হন। পরবর্তীতে তাদের উদ্ধার করে চট্টগ্রাম সিএমএইচে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ডিএডি মোতালেব হোসেনকে মৃত ঘোষণা করেন এবং বাকি তিন সদস্য বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনায় সীতাকুণ্ড থানায় ২৯ জনের নাম উল্লেখসহ ২০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

র‍্যাব-৭ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আজ ২২ জানুয়ারি চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার ইকবাল কনভেনশন হল এলাকায় অভিযান চালিয়ে মামলার অন্যতম আসামি ৬২ বছর বয়সী মো. ইউনুছ আলী হাওলাদারকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পতেঙ্গা থানার ওয়াসা গলি এলাকায় আরেকটি অভিযান চালিয়ে মামলার সন্দেহভাজন আসামি ৩৯ বছর বয়সী খন্দকার জাহিদ হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‍্যাব। গ্রেপ্তারকৃত ইউনুছ আলী পটুয়াখালী জেলার এবং জাহিদ হোসেন নোয়াখালী জেলার বাসিন্দা।

গ্রেপ্তারকৃত দুই আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। র‍্যাব সদস্য হত্যা ও সরকারি সম্পত্তি ভাঙচুরের এই মামলায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের ধরতে র‍্যাবের গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম-১১ আসনে শফিউল আলমের গণসংযোগ শুরু, প্রথম দিনেই ব্যাপক জনসম্পৃক্ততা

র‍্যাব সদস্য মোতালেব হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:৩১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযান চলাকালে র‍্যাব সদস্য ডিএডি মোতালেব হোসেন ভূঁইয়াকে পিটিয়ে হত্যা মামলার দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

গত ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের ধরতে গিয়ে দুষ্কৃতিকারীদের অতর্কিত হামলার শিকার হন র‍্যাব সদস্যরা। মাইকে ঘোষণা দিয়ে প্রায় ৪০০ থেকে ৫০০ জন মিলে র‍্যাবের ওপর হামলা চালালে চারজন সদস্য গুরুতর আহত হন। পরবর্তীতে তাদের উদ্ধার করে চট্টগ্রাম সিএমএইচে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ডিএডি মোতালেব হোসেনকে মৃত ঘোষণা করেন এবং বাকি তিন সদস্য বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনায় সীতাকুণ্ড থানায় ২৯ জনের নাম উল্লেখসহ ২০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

র‍্যাব-৭ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আজ ২২ জানুয়ারি চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার ইকবাল কনভেনশন হল এলাকায় অভিযান চালিয়ে মামলার অন্যতম আসামি ৬২ বছর বয়সী মো. ইউনুছ আলী হাওলাদারকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পতেঙ্গা থানার ওয়াসা গলি এলাকায় আরেকটি অভিযান চালিয়ে মামলার সন্দেহভাজন আসামি ৩৯ বছর বয়সী খন্দকার জাহিদ হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‍্যাব। গ্রেপ্তারকৃত ইউনুছ আলী পটুয়াখালী জেলার এবং জাহিদ হোসেন নোয়াখালী জেলার বাসিন্দা।

গ্রেপ্তারকৃত দুই আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। র‍্যাব সদস্য হত্যা ও সরকারি সম্পত্তি ভাঙচুরের এই মামলায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের ধরতে র‍্যাবের গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।