
চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন খাঁটি ক্রীড়াপ্রেমিক। তিনি ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজাতে যুগান্তকারী সব উদ্যোগ নিয়েছিলেন। রাজনীতির পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গনে তাঁর অবদান অবিস্মরণীয়। বিএনপি অতীতে কখনো ক্রীড়াঙ্গনকে দলীয়করণ করেনি এবং ভবিষ্যতেও করবে না।”
সোমবার (১৯ জানুয়ারি) নগরীর আইস ফ্যাক্টরী রোডস্থ এস এ ফ্যামিলি স্পোর্টস এরিনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ‘শহীদ ওয়াসিম আকরাম মিডিয়া ফুটবল ফেস্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পলিটিক্যাল রিপোর্টার্স ইউনিটি (পিআরইউ) এই ফুটবল উৎসবের আয়োজন করে।
শওকত আজম খাজা এর আগে সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা। তিনি বলেন, “শহীদ জিয়া বিশ্বাস করতেন খেলাধুলা শুধু বিনোদন নয়, বরং তরুণ সমাজকে সঠিক পথে রাখার অন্যতম মাধ্যম। তাঁর শাসনামলেই বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছিল, যা আজও আমাদের প্রেরণার উৎস।”
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার পরিকল্পনা সেমিফাইনাল পর্বের উদ্বোধনী বক্তব্যে মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, “আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সুস্থ সমাজ ও মাদকমুক্ত প্রজন্ম গঠনে চতুর্থ শ্রেণি থেকেই খেলাধুলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হবে।”
ফাইনালের ফলাফল ও বিজয়ীদের তথ্য টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করে। উত্তেজনাপূর্ণ ফাইনালে মুখোমুখি হয় রকিবুল আলমের নেতৃত্বাধীন ‘শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয় টিম’ এবং আলীউর রহমানের নেতৃত্বাধীন ‘শহীদ তানভীর সিদ্দিকী টিম’। নির্ধারিত সময়ে ম্যাচটি ৩-৩ গোলে ড্র হলে খেলা ট্রাইবেকারে গড়ায়। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে জয়ী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয় টিম।
উপস্থিত ব্যক্তিবর্গ পিআরইউ’র আহ্বায়ক হাসান মুকুলের সভাপতিত্বে এবং ইমরান এমি ও জহিরুল ইসলাম জহিরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী আবুল মনসুর, সাধারণ সম্পাদক গোলাম মওলা মুরাদ, মোহাম্মদ আলী, তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক এবং আয়োজক কমিটির নেতৃবৃন্দ।
নিজস্ব নিউজ/নিউজ টুডে 


























