
কর্ণফুলি এক্সপ্রেস ট্রেন থেকে ভারতীয় পণ্য জব্দ, কাউকে আটক করা সম্ভব হয়নি
পূর্বাঞ্চল রেলপথের চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলি এক্সপ্রেস ট্রেন থেকে বাসমতী চালসহ ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে যৌথবাহিনী।
আখাউড়া রেলওয়ে থানার ওসি এসএম সফিকুল ইসলাম শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে যাত্রাবিরতি দেওয়া ট্রেনের লাগেজ ভ্যান থেকে ২৭০ কেজি বাসমতী চাল, ১০২ কেজি কিসমিস ও ৩৩৭ কেজি ফুচকা উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের মোট মূল্য সাড়ে পাঁচ লাখ টাকার বেশি।
সেনাবাহিনী ও রেলওয়ে থানা পুলিশের যৌথ অভিযানে এ পণ্য জব্দ করা হলেও, মালিকের সন্ধান না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানা গেছে।
ওসি এসএম সফিকুল ইসলাম জানান, এসব পণ্য চোরাচালানে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা চলছে।