
পাবনার ভাঙ্গুড়ায় রেলওয়ের অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার কারণে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন এক নারী যাত্রী। শুক্রবার সকাল ১০টার দিকে বড়াল ব্রিজ রেলস্টেশনে নির্ধারিত সময়ের আগেই ছেড়ে যাওয়া ধূমকেতু এক্সপ্রেস থেকে নামতে গিয়ে গুরুতর আহত হন সুফিয়া বেগম (৩০) নামের এক গৃহবধূ। ট্রেনের চাকায় কাটা পড়ে তার ডান হাত বিচ্ছিন্ন হয়।
সুফিয়া বেগম পাবনার ফরিদপুর উপজেলার বেরহলিয়া গ্রামের সেনাসদস্য মাসুদ রানার স্ত্রী।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, ঢাকা থেকে রাজশাহীগামী ট্রেনটি প্রায় আধঘণ্টা দেরিতে পৌঁছালেও স্টেশনে মাত্র কয়েক মুহূর্তের জন্য থামে। যাত্রীদের ওঠানামা শেষ হওয়ার আগেই ট্রেনটি ছেড়ে দিলে নামতে গিয়ে দুর্ঘটনার শিকার হন সুফিয়া বেগম।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠান।
এ ঘটনায় যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, সময়সূচি না মেনে ট্রেন ছাড়ার পাশাপাশি যাত্রীদের নিরাপত্তায় রেলের অবহেলাই এ দুর্ঘটনার মূল কারণ।
তবে অভিযোগ অস্বীকার করে স্টেশনমাস্টার আল মামুন জানান, “স্টেশনে কোনো সিগন্যাল নেই। ট্রেন কখন ছাড়বে সেটা চালকের বিষয়। আমি তখন টিকিট বিক্রিতে ব্যস্ত ছিলাম।”
প্রতিনিধির নাম 



























