ঢাকা ০৩:২১ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

হবিগঞ্জে নদীতে ডুবে মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু

ছবি : সংগৃহীত

হবিগঞ্জের আজমিরীগঞ্জে নিখোঁজের এক দিন পর নদী থেকে ১২ বছর বয়সী মাদ্রাসাছাত্র ইজাজুর রহমান চৌধুরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের আনন্দপুর গ্রাম সংলগ্ন বছিরা নদীর ব্রিজের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ইজাজুর ছিলেন কাকাইলছেও ইউনিয়নের আনন্দপুর গ্রামের চৌধুরী হাটীর শামীম চৌধুরীর ছেলে এবং আনন্দপুর মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে মাদ্রাসায় পড়াশোনা শেষ করে ইজাজুর খেলতে বের হয়। কিন্তু বিকেল ও সন্ধ্যা গড়িয়ে গেলেও সে বাড়িতে ফেরেনি। পরিবারের সদস্য ও স্থানীয়রা তার খোঁজাখুঁজি শুরু করেন।

রাতভর অনুসন্ধানের পরেও কোনো সন্ধান না পেয়ে শনিবার সকালে পরিবারের লোকজন ও গ্রামবাসীরা নদী দিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বছিরা নদীর ব্রিজের পাশ থেকে ইজাজুরের মরদেহ উদ্ধার হয়।

আজমিরীগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম মরদেহ উদ্ধার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভোলার মনপুরায় পুকুর থেকে মৎস্যজীবী নেতার মরদেহ উদ্ধার

হবিগঞ্জে নদীতে ডুবে মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৩:০২:০৪ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫

হবিগঞ্জের আজমিরীগঞ্জে নিখোঁজের এক দিন পর নদী থেকে ১২ বছর বয়সী মাদ্রাসাছাত্র ইজাজুর রহমান চৌধুরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের আনন্দপুর গ্রাম সংলগ্ন বছিরা নদীর ব্রিজের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ইজাজুর ছিলেন কাকাইলছেও ইউনিয়নের আনন্দপুর গ্রামের চৌধুরী হাটীর শামীম চৌধুরীর ছেলে এবং আনন্দপুর মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে মাদ্রাসায় পড়াশোনা শেষ করে ইজাজুর খেলতে বের হয়। কিন্তু বিকেল ও সন্ধ্যা গড়িয়ে গেলেও সে বাড়িতে ফেরেনি। পরিবারের সদস্য ও স্থানীয়রা তার খোঁজাখুঁজি শুরু করেন।

রাতভর অনুসন্ধানের পরেও কোনো সন্ধান না পেয়ে শনিবার সকালে পরিবারের লোকজন ও গ্রামবাসীরা নদী দিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বছিরা নদীর ব্রিজের পাশ থেকে ইজাজুরের মরদেহ উদ্ধার হয়।

আজমিরীগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম মরদেহ উদ্ধার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।