
বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের পরিবারের কাছ থেকে যুবদল পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঢাকার হাতিরঝিল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, দেলোয়ার হোসেনের পুত্র মরহুম খন্দকার আব্দুল হামিদ ডাবলুর স্ত্রী তানজিন হামিদ মিতুলের কাছ থেকে যুবদল কর্মী পরিচয় দিয়ে চার যুবক শাওন (২৫), হাবিব (৩৫), সাজিদ (২২) ও সানি (৩৫) ৮০ হাজার টাকা এবং ২০ হাজার টাকার একটি চেক আদায় করেন। এ ঘটনা ঘটে শুক্রবার রাতে রাজধানীর নয়াটোলা গ্রীনওয়ে এলাকার একটি বাসায়।
অভিযোগে মিতুল উল্লেখ করেন, রাত ১০টা ৩৫ মিনিটে তার বড় বোন জরুরি প্রয়োজনে এক লাখ টাকা চাইলে তিনি রাত ১১টা ২০ মিনিটে তার বাসায় যান। সেখানে গিয়ে দেখেন, চার যুবক উপস্থিত। তাদের উদ্দেশ্য জানতে চাইলে শাওন নামে একজন কোমরে থাকা দেশীয় অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে এবং জোরপূর্বক চাঁদা দাবি করে।
ভয়ে তিনি রাত ১১টা ৫৭ মিনিটে মগবাজারের একটি এটিএম বুথ থেকে ৮০ হাজার টাকা তুলে সানিকে দেন এবং অতিরিক্ত ২০ হাজার টাকার একটি চেক (নং ৪১০৩১৭৩) দেন।
পরদিন রাত ১২টা ২০ মিনিটে অভিযুক্তরা আবারও বাসায় গিয়ে ফ্ল্যাট খালি করার হুমকি দেয় এবং না করলে মিতুলের বড় বোন ও তার সন্তানদের হত্যা করা হবে বলে জানায়। এ ঘটনায় পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
তানজিন হামিদ মিতুল জানান, তিনি অভিযুক্তদের নিজ শ্বশুর বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন, স্বামী খন্দকার আব্দুল হামিদ ডাবলু এবং দেবর আকতার হামিদ পবনের পরিচয় দিলেও তারা অসৌজন্যমূলক আচরণ করে। তিনি আরও দাবি করেন, অভিযুক্তরা যুবদলের কর্মী।
হাতিরঝিল থানার ওসি মোহাম্মদ রাজু জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত চলছে।
প্রসঙ্গত, খন্দকার দেলোয়ার হোসেন বিএনপির ষষ্ঠ মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ভাষা আন্দোলনে অবদানের জন্য ২০০৫ সালে একুশে পদকে ভূষিত হন এবং পাঁচবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০১১ সালের ১৬ মার্চ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৮ বছর।