
এইচএসসি ২০২৫ পরীক্ষার ফলাফল আগামী ১৫ অক্টোবর (বুধবার), ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) অথবা ১৯ অক্টোবর (রবিবার) এই তিন দিনের মধ্যে যেকোনো একদিন প্রকাশিত হতে পারে বলে শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে।
চলতি বছরের পাশের হার ৬৬% থেকে ৭০% এর মধ্যে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে, যা গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে কম। ফলে ফলাফলের দিন শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উত্তেজনা ও উৎকণ্ঠা দুই-ই বিরাজ করছে।
শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন ও প্রধানমন্ত্রীর সম্মতির পর নির্ধারিত দিনে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে ফল প্রকাশ করা হবে।