ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২

খুলনায় মধ্যরাতে বাঁধ ভেঙে প্লাবন, হাজারো মানুষ দিশেহারা

খুলনার দাকোপ উপজেলায় তীব্র জোয়ারের চাপে মঙ্গলবার (৭ অক্টোবর) মধ্যরাতে তিলডাঙ্গা ইউনিয়নের বটবুনিয়া হরিসভা মন্দির সংলগ্ন ওয়াপদা বেড়িবাঁধের প্রায় ২০০ ফুট অংশ ভেঙে যায়। এতে অন্তত ৫টি গ্রাম পানিতে তলিয়ে যায় উত্তর কামিনীবাসিয়া, বটবুনিয়া, নিশানখালী, আড়াখালী ও আশপাশের এলাকা। ডুবে গেছে ৩ হাজার বিঘার বেশি জমির আমন ধান ও শত শত মাছের ঘের।

স্থানীয়রা অভিযোগ করেন, পাউবো আগেই জানতো বাঁধটি ঝুঁকিপূর্ণ, তবু সময়মতো ব্যবস্থা নেয়নি। ইউপি চেয়ারম্যান জানান, দ্রুত ব্যবস্থা না নিলে পুরো ইউনিয়ন প্লাবিত হওয়ার আশঙ্কা আছে।

বাঁধ রক্ষায় পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসন জরুরি কাজ শুরু করেছে। ক্ষতিগ্রস্ত ৪০টি পরিবারকে শুকনো খাবার ও ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। পাউবোর কর্মকর্তারা জানান, জোয়ারের চাপে আগের জিও টিউব দুর্বল হয়ে বাঁধ ভেঙেছে, নতুনভাবে মেরামত শুরু হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সৌম্য-রিশাদের লড়াইয়ে ২১০ পেরোল বাংলাদেশ

খুলনায় মধ্যরাতে বাঁধ ভেঙে প্লাবন, হাজারো মানুষ দিশেহারা

আপডেট সময় : ০৭:১১:৩৫ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫

খুলনার দাকোপ উপজেলায় তীব্র জোয়ারের চাপে মঙ্গলবার (৭ অক্টোবর) মধ্যরাতে তিলডাঙ্গা ইউনিয়নের বটবুনিয়া হরিসভা মন্দির সংলগ্ন ওয়াপদা বেড়িবাঁধের প্রায় ২০০ ফুট অংশ ভেঙে যায়। এতে অন্তত ৫টি গ্রাম পানিতে তলিয়ে যায় উত্তর কামিনীবাসিয়া, বটবুনিয়া, নিশানখালী, আড়াখালী ও আশপাশের এলাকা। ডুবে গেছে ৩ হাজার বিঘার বেশি জমির আমন ধান ও শত শত মাছের ঘের।

স্থানীয়রা অভিযোগ করেন, পাউবো আগেই জানতো বাঁধটি ঝুঁকিপূর্ণ, তবু সময়মতো ব্যবস্থা নেয়নি। ইউপি চেয়ারম্যান জানান, দ্রুত ব্যবস্থা না নিলে পুরো ইউনিয়ন প্লাবিত হওয়ার আশঙ্কা আছে।

বাঁধ রক্ষায় পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসন জরুরি কাজ শুরু করেছে। ক্ষতিগ্রস্ত ৪০টি পরিবারকে শুকনো খাবার ও ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। পাউবোর কর্মকর্তারা জানান, জোয়ারের চাপে আগের জিও টিউব দুর্বল হয়ে বাঁধ ভেঙেছে, নতুনভাবে মেরামত শুরু হয়েছে।