
চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) এর পতেঙ্গা মডেল থানার আওতাধীন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে পুলিশের ওপর হা’ম’লার ঘটনায় জড়িত মূল হোতা সহ দুইজনকে গ্রে/ফতার করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোহাম্মদ সুলতান আহসান উদ্দীনের নেতৃত্বে এসআই মোহাম্মদ ইমরান সঙ্গীয় ফোর্সসহ ৯ অক্টোবর ২০২৫ ইং তারিখে বিশেষ এ অভিযান পরিচালনা করেন। অভিযানে পতেঙ্গা থানাধীন কাটগর বাজারের সামনে জনতা উসকে দিয়ে ট্রাফিক পুলিশকে আহত করার ঘটনায় সরাসরি জড়িত দুই আসামি ১) মোঃ শাহেদ খান (২৫) ও ২) মোঃ নয়ন (৪২) কে গ্রেফতার করা হয়।
এছাড়াও, এজাহারে বর্ণিত আসামিদের দেখানো মতে হামলায় ব্যবহৃত একটি টমটম অটোরিকশা জব্দ করা হয়।
গ্রে’ফ’তারকৃ’তদের বিরুদ্ধে পতেঙ্গা মডেল থানায় মা/ম/লা নং-৪, তারিখ ০৮/১০/২০২৫, ধারা: ৮৯/৯৯ সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং ১৪৩/১৮৬/৩৩২/৩৫৩ দণ্ডবিধি অনুসারে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।