ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

পটুয়াখালী-কুয়াকাটা সড়কে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের

ছবি : সংগৃহীত

শনিবার (১১ অক্টোবর) সকাল ৯টায় পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের ফতুল্লা এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় তিন ব্যক্তি মারা যান এবং অন্তত ২৭ জন আহত হন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। মহাসড়কটি প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল।

নিহতরা হলেন, র‌্যাব গাড়িচালক সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল আলীম (৩৩), বাসযাত্রী আফরোজা (৩৫), পিয়াম (২) নামের এক শিশু।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধানসিঁড়ি পরিবহনের একটি বাস কুয়াকাটা থেকে পটুয়াখালীর দিকে যাচ্ছিল এবং র‌্যাবের মিনিবাস বরিশাল থেকে কুয়াকাটার দিকে চলছিল। ফতুল্লা এলাকায় পৌঁছালে এগুলো মুখোমুখি সংঘর্ষে জড়ায়।

আহতদের স্থানীয়রা দ্রুত উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে শিশু পিয়ামকে মৃত ঘোষণা করা হয়। র‌্যাব গাড়িচালক আবদুল আলীম এবং আফরোজাকে লেবুখালী ক্যান্টনমেন্টে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু নিশ্চিত করা হয়।

পটুয়াখালী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

পটুয়াখালী-কুয়াকাটা সড়কে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের

আপডেট সময় : ০৪:২৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫

শনিবার (১১ অক্টোবর) সকাল ৯টায় পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের ফতুল্লা এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় তিন ব্যক্তি মারা যান এবং অন্তত ২৭ জন আহত হন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। মহাসড়কটি প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল।

নিহতরা হলেন, র‌্যাব গাড়িচালক সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল আলীম (৩৩), বাসযাত্রী আফরোজা (৩৫), পিয়াম (২) নামের এক শিশু।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধানসিঁড়ি পরিবহনের একটি বাস কুয়াকাটা থেকে পটুয়াখালীর দিকে যাচ্ছিল এবং র‌্যাবের মিনিবাস বরিশাল থেকে কুয়াকাটার দিকে চলছিল। ফতুল্লা এলাকায় পৌঁছালে এগুলো মুখোমুখি সংঘর্ষে জড়ায়।

আহতদের স্থানীয়রা দ্রুত উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে শিশু পিয়ামকে মৃত ঘোষণা করা হয়। র‌্যাব গাড়িচালক আবদুল আলীম এবং আফরোজাকে লেবুখালী ক্যান্টনমেন্টে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু নিশ্চিত করা হয়।

পটুয়াখালী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।