
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) জুডো উপকমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। উপকমিটির চেয়ারম্যান রিফাত বিন আনোয়ারের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়, যেখানে সঞ্চালনা করেন সম্পাদক ইবনে হোসাইন জিয়াদ।
সভায় সদস্য আবু মাসুদ, আবু সুফিয়ান ঝিনুক, আবদুল কাইয়ুম, রাশেদুল ইসলাম তালুকদার, আবদুল্লাহ মুহাম্মদ রাসেল এবং এডভোকেট মুহাম্মদ নুমান আসকারী (দীদার) উপস্থিত ছিলেন।
সভায় ৪০তম জাতীয় জুডো প্রতিযোগিতায় চট্টগ্রাম জেলা দলের অংশগ্রহণ, বাজেট প্রণয়ন, ম্যানেজার ও কোচ মনোনয়নসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
অংশগ্রহণকারীরা চট্টগ্রামের জুডো খেলাকে আরও এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।