
ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহ্যাম বর্তমানে শুধু তারকাই নন, একজন সফল ফুটবল ক্লাবের মালিকও। ফুটবল ও দাতব্য কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতিস্বরূপ গত নভেম্বরে যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে নাইটহুড উপাধি পান তিনি। তবে ব্যক্তিগত জীবনে এই আনন্দের সময়েই বড় সংকটের মুখে পড়েছে বেকহ্যাম পরিবার।
বেকহ্যাম ও তার স্ত্রী ভিক্টোরিয়া বেকহ্যামের সঙ্গে বড় ছেলে ব্রুকলিন বেকহ্যামের দূরত্ব নতুন নয়। এবার সেই বিরোধ আরও গভীর হলো, যখন বাবা-মাকে আইনি নোটিশ পাঠালেন ব্রুকলিন। নোটিশে স্পষ্টভাবে জানানো হয়েছে, ভবিষ্যতে ব্রুকলিন ও তার স্ত্রী নিকোলা পেল্টজের সঙ্গে যেকোনো ধরনের যোগাযোগ শুধুমাত্র আইনজীবীর মাধ্যমেই করতে হবে। নিকোলার জন্মদিনে এই নোটিশ পৌঁছানোর পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে।
ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, ব্রুকলিন ইতোমধ্যেই পরিবারের সব সদস্যের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ বন্ধ করে দিয়েছেন এবং এজন্য একজন আইনজীবী নিয়োগ করেছেন। গত বছরের গ্রীষ্মে প্রথমবার বাবা-মায়ের কাছে একটি চিঠি পাঠিয়েছিলেন তিনি, যেখানে সরাসরি যোগাযোগ না করে তার সঙ্গে নির্দিষ্ট নিয়মে কথা বলার অনুরোধ ছিল। পরবর্তীতে সামাজিক মাধ্যমে ব্রুকলিন ও নিকোলাকে নিয়ে একটি ভিডিওতে ‘লাইক’ দেওয়াকে কেন্দ্র করে বিরোধ আরও তীব্র হয়। ব্রুকলিনের অভিযোগ, বাবা-মা তার অনুরোধ উপেক্ষা করে অনলাইনে বারবার তার নাম উল্লেখ করছেন।
অন্যদিকে, ডেভিড ও ভিক্টোরিয়া বেকহ্যাম জানিয়েছেন, তারা এখনো তাদের ছেলেকে ভালোবাসেন এবং তাদের দরজা সবসময় তার জন্য খোলা। পিপল ম্যাগাজিন-এর বরাতে জানা গেছে, বেকহ্যাম দম্পতি একাধিকবার সম্পর্ক মেরামতের চেষ্টা করেছেন। এমনকি ডেভিডের নাইটহুড প্রদান অনুষ্ঠান ও পরবর্তী সংবর্ধনায় ব্রুকলিন ও নিকোলাকে আমন্ত্রণ জানানো হলেও তারা সেখানে উপস্থিত ছিলেন না।
এই পারিবারিক দূরত্বের সূত্রপাত হয় ২০২২ সালে, নিকোলা পেল্টজের বিয়ের পোশাক নিয়ে বিতর্ক থেকে। জানা যায়, পোশাকটি ভিক্টোরিয়া বেকহ্যামের ডিজাইন করা হলেও নিকোলা তা পরেননি। এরপর থেকেই ধীরে ধীরে সম্পর্কের অবনতি ঘটে। ব্রুকলিন পরিবারিক সব অনুষ্ঠানে উপস্থিতি বন্ধ করে দেন। এমনকি ভিক্টোরিয়ার নেটফ্লিক্স ডকুমেন্টারি অনুষ্ঠান, ডেভিড বেকহ্যামের ৫০তম জন্মদিন ও নাইটহুড উদযাপনেও তাকে দেখা যায়নি।
এ ছাড়া, বেকহ্যামের ছোট ছেলে ক্রুজ বেকহ্যাম সামাজিক মাধ্যমে পুরো পরিবারকে ব্লক করে দেওয়ার কথাও প্রকাশ্যে জানিয়েছেন। অন্যদিকে, ব্রুকলিনের সাবেক প্রেমিকা কিম টার্নবুলের সঙ্গে ভাই রোমিওর সম্পর্কের গুঞ্জন পারিবারিক অস্বস্তি আরও বাড়িয়েছে বলে দাবি করা হচ্ছে। এমনকি ডেভিডের জন্মদিন উদযাপনে টার্নবুলের উপস্থিতির খবর আগাম জানতে পেরে ব্রুকলিন সেখানে যাননি বলেও শোনা যায়।
সবশেষে নাইটহুড উদযাপন অনুষ্ঠানে ডেভিড বেকহ্যাম নিজে থেকে বিরোধ মেটানোর চেষ্টা করলেও ব্রুকলিনের অনিচ্ছার কারণে তা সম্ভব হয়নি।
নিজস্ব নিউজ/নিউজ টুডে 




























